ফিনফিনে সরু ফিতের ওয়ানপিসে উপচে পড়ছে হট ক্লিভেজ, ট্রোলারদের উচিত শিক্ষা দিলেন নীনা

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। যারা পোশাক নিয়ে অনবরত নিন্দা করেন তাদের উচিত শিক্ষা দিতেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন নীনা। ইনস্টায় ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,সাচ কহু তো'। তারপর নরম সুরে নীনা জানিয়েছেন, কেউ সেক্সি পোশাক পরা মানেই যে তাকে খাটো করতে হবে এমন ভাবনা  বদলানো দরকার। সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতাও সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। ফিনফিনে সরু ফিতের ধূসর রঙের নো লেক পোশাকে দেখা গিয়েছে নীনা গুপ্তাকে। ওয়ানপিসে  বেরিয়ে আসছে বক্ষযুগলের গভীর খাঁজ। খুল্লামখুল্লা এই পোশাক পরেই ভিডিও পোস্ট করেছেন নীনা। 

সাহসী অভিনেত্রী হিসেবে বরাবরই বি-টাউনে পরিচিত নীনা গুপ্তার (Neena Gupta)। এই নিয়ে কারও কোনও সন্দেহ নেই। পর্দায় নিজের বেস্টটা বরাবরই দিয়েছেন তিনি। তিনি কতটা স্বাধীনচেতা তার প্রমাণ মিলেছিল আশির দশকেই। সেই সময়েই কুমারী মা হওয়ার সিদ্ধান্ত গোটা বি-টাউনকে নাড়িয়ে দিলেও তিনি অনড় ছিলেন নিজের সিদ্ধান্তে। নীনা গুপ্তা, বাঁচেন নিজের শর্তে। সদ্যই প্রকাশিত হয়েছে বিতর্কিত জীবন অধ্যায়ের আত্মজীবনী 'সাচ কহু তো'। জীবনের চড়াই উতারাই,কঠিন লড়াইয়ের কথা বইয়ের পাতায় তুলে ধরেছেন নীনা (Neena Gupta) । এবার যেন আরও একধাপ এগিয়ে গেলেন নীনা গুপ্তা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন নীনা গুপ্তা। যারা পোশাক নিয়ে অনবরত নিন্দা করেন তাদের উচিত শিক্ষা দিতেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন নীনা (Neena Gupta)। ইনস্টায় ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,সাচ কহু তো'। তারপর নরম সুরে নীনা জানিয়েছেন, কেউ সেক্সি পোশাক পরা মানেই যে তাকে খাটো করতে হবে এমন ভাবনা  বদলানো দরকার। সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতাও সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। 

Latest Videos

 

 

আরও পড়ুন-এপ্রিল মাসেই কি সিমলায় বসছে রণবীর-আলিয়ার বিয়ের আসর, গোপন তথ্য ফাঁস হতেই শোরগোল

আরও পড়ুন-পারিশ্রমিক বাড়াতেই কি হলিউডে পা, ওয়ান্ডার ওম্যানের সঙ্গে অভিনয় নিয়ে মুখ খুললেন আলিয়া

আরও পড়ুন-বুকের খাঁজে জ্বলছে আগুন, চিনতে পারছেন আলিয়া ভাটকে, সাহসী ছবিতে মুহূর্তে ঝড় নেটপাড়ায়

 

ফিনফিনে সরু ফিতের ধূসর রঙের নো লেক পোশাকে দেখা গিয়েছে নীনা গুপ্তাকে (Neena Gupta)। ওয়ানপিসে  বেরিয়ে আসছে বক্ষযুগলের গভীর খাঁজ। খুল্লামখুল্লা এই পোশাক পরেই ভিডিও পোস্ট করেছেন নীনা। যেখানে অভিনেত্রী বলছেন, এই কারণেই এই ভিডিওটা পোস্ট করতে হল যা অনেকেরই মনে হয় যখনই কেউ সেক্সি পোশাক পরে, এই যেমন এখন আমি পরেছি তারা সকলেই খারাপ। তার আগে এটাও বলে দিই আমি সংস্কৃতে এমফিল করেছি। এছাড়াও আরও অনেক কিছু করেছি। তাই পোশাক দেখে কখনও কাউকে বিচার করবেন না। যারা ট্রোল করো এবার ব্যাপারটা বুঝে যাও। নীনার এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। কমেন্টেও ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। নেটিজেনদের মধ্যে কেউ একজন লিখেছেন, আপনাকে দারুণ লাগছে ম্যাম। ভিডিওর শেষটাও অসাধারণ। অন্য একজন নেটিজেন বলেছেন আপনাকে সব পোশাকেই ভাল মানায়।  ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম থেকে ওয়ান নাইট স্ট্যান্ড, মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা (Neena Gupta) যেন এক বিতর্কিত অধ্যায়। ভিভের পর জীবনে একাধিক প্রেম এসেছে নীনার। তবে একসঙ্গে জীবন কাটানোর কথা কখনও ভাবতে পারেননি নায়িকা। জীবনের কঠিন সময়ে স্বামী নেই, ছিল না কোনও প্রেমিক। একাকীত্বই ছিল নীনার সঙ্গী।  নিজের জীবনের সমস্তটাই  নিজের বইতে শেয়ার করেছেন নীনা। বর্তমানে বিবেক মেহরার সঙ্গে বিয়ে করে সুখী দাম্পত্যে থাকলেও কর্মসূত্রে তারা আলাদাই থাকেন। ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে নীনাকে শেষবারের মতো '৮৩' -তে দেখা গেছে। এছাড়াও বেশ কিছু  ছবির কাজও রয়েছেন নীনা গুপ্তার হাতে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?