চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির মাসের গোড়াতেই বাজার নিয়ন্ত্রক সেবির কাছে আবেদন পত্র জমা দেবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি।
বর্তমানে লাভের আশায় নামী দামী সংস্থা গুলোর কাছে প্রথম পছন্দ আইপিও(IPO)। এবার সেই আইপিও-র দৌড়ে এগিয়ে গেল এলআইসি(LIC) বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। দীর্ঘদিন ধরেই একটি প্রাথমিক পাবলিক অফার(IPO)বা আইপিওর কথা ভাবছে এই সংস্থা। এবার সেই সব ভাবনার অবসান ঘটিয়ে চলছে আইপিও-তে গ্র্যান্ড এন্ট্রি নেওয়ার দিনক্ষণ প্রায় ঠিক হয়েই গেল বলা চলে। সুত্রের খবর অনুযায়ী, আগামী মার্চেই মার্কেটে আসতে চলেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি-র প্রথম শেয়ার। চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির মাসের গোড়াতেই বাজার নিয়ন্ত্রক সেবির কাছে আবেদন পত্র জমা দেবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। উল্লেখ্য, এলআইসি-র আইপিও নিয়ে বিভিন্ন মহলে প্রচুর জলঘোলা হয়েছিল। অনেকেই ভেবেছিল চলতি অর্থবর্ষে আইপিও-র মার্কেটে এলআইসি আদৌ পা রাখবে কিনা। কিন্তু সব সংশয় দূর করে সম্প্রতি এক সরকারী সুত্রে তরফে আগামী মার্চেই এলআইসি-মার্কেটে প্রথম শেয়ার ছাড়ার খবরে শিলমোহর দিয়েছে।
বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি-র ১০০ শতাংশ অংশীদারিই কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। তার মধ্যে কতটা শেয়ার আইপিও মারফত বেচা হবে সেই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেয়ার বিক্রির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল সংস্থাটির মূল্যায়ন। এলআইসি-র মতো এত বড় মাপের সংস্থার মূল্যায়নের কাজ বেশ কঠিন বলেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং ইনস্টিটউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত এলআইসি-র আইপিও মার্কেটে প্রবেশ করার বিষয় বলেন, আইপিও-তে শেয়ারের সঠিক দাম নির্ধারণের ক্ষেত্রে সংস্থার সঠিক মূল্যায়ন হওয়া অত্যন্ত জরুরি। বিলগ্নিকরণের লক্ষ্য পূরণের জন্য মার্চের মধ্যে এলআইসির আইপিও ছাড়ার একটা তাগিদ রয়েছে কেন্দ্রের। কিন্তু সঠিক মূল্যায়নের উপরে আইপিও-তে শেয়ারের সঠিক দাম নির্ধারণ নির্ভর করছে। তাই সরকার যাতে এই বিষয়টিতে তাড়াহুড়ো না করে সেই পরামর্শই দিয়েছেন তিনি।
আরও পড়ুন-LIC Investment Plan-মাত্র ১ টাকার বিনিয়োগে হয়ে যান কোটিপতি, আজই শুরু করুন এই বিশেষ কাজটি
আরও পড়ুন-Telecom Department: একক লাইসেন্স কাঠামো তৈরি করে সংস্কার, নয়া নীতি মোদী সরকারের
চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থায় তাদের হাতে থাকা শেয়ার বেচে ১.৭৫ লক্ষ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার। এখনও পর্যন্ত ভাঁড়ারে এসেছে মাত্র ৯৩৩০ কোটি টাকা। তাই কবে এই লক্ষ্য পূরণ হবে সেই বিষয় একটা প্রশ্নচিহ্নই কিন্তু রয়েই যাচ্ছে। তাই কিছুটা হলেও এলআইসি-র আইপিও-কে হাতিয়ার বানিয়ে তড়িঘড়ি কেন্দ্রের ভাঁড়ার আরও বেশ কিছুটা পূরণ করতে উদ্যোগী মোদী সরকার। উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আইপিও-র প্রস্তুতি পর্বের অগ্রগতি নিয়ে অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন।