মিনিস্ট্রি অফ নিউ রেনেওয়ালে এনার্জি মন্ত্রকের বা MNRE -এর তরফে জারি করা হল নয়া নিয়ম। আর এই নয়া ঘোষণার ফলে পূর্বের যে জটিলতা ছিল অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সোলার প্ল্যান্ট লাগানো যাবে না, সেই জটিলতা কাটল। কোনও ব্যক্তি চাইলে নিজের বাড়ির ছাদে এখন থেকে নিজেরাই বা কোনও বিক্রেতাকে দিয়ে সোলার প্ল্যান্ট বসাতে পারবেন।
আরও সরলীকরণ হল সোলার প্ল্যান্ট (Solar Plant) লাগানোর ব্যবস্থা। এতদিন পর্যন্ত বিশেষ তালিকাভুক্ত বিক্রেতাদের থেকেই এই সোলার প্ল্যান্ট ইনস্টল করতে হত। এবার থেকে সেই নিয়ম বদলে গেল। কোনও ব্যক্তি চাইলে নিজের বাড়ির ছাদে এখন থেকে নিজেরাই বা কোনও বিক্রেতাকে দিয়ে সোলার প্ল্যান্ট বসাতে পারবেন। মিনিস্ট্রি অফ নিউ রেনেওয়ালে এনার্জি মন্ত্রকের (Ministry of New and Renewable Energy)বা MNRE -এর তরফে জারি করা নতুন নিয়মে এই সরলীকরণ পদ্ধতির উল্লেখ করা হয়েছে। আর এই নয়া ঘোষণার ফলে পূর্বের যে জটিলতা ছিল অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সোলার প্ল্যান্ট লাগানো যাবে না, সেই জটিলতা কাটল এবং আরও সহজ হল পদ্ধতিটি। যতদূর জানা যাচ্ছে, জাতীয় পর্যায়ের একটি পোর্টাল (To Make A Portal) তৈরি করা হবে। সেই পোর্টালে সুবিধাভোগীদের কাছ থেকে আবেদন রেজিস্ট্রেশন, তার অনুমোদন দেওয়া ও কাজ ট্র্যাক করা হবে। উল্লেখ্য, বিদ্যুৎ বন্টনকারী কোম্পানিগুলিতেও একটি একই ধরণের পোর্টাল থাকবে এবং এই পোর্টাল দুটিই পরস্পর যুক্ত থাকবে। মিনিস্ট্রি অফ নিউ রেনেওয়ালে এনার্জি মন্ত্রকের (MNRE) তরফে জানান হয়েছে, জাতীয় পর্যায়ের পোর্টালটি আনুমানিক ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে।
যে ব্যক্তি বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগাতে চান, তাঁকে এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। উপভোক্তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত বিবরণসহ প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা দিতে হবে। বলা বাহুল্য, বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগালে পাওয়া যাবে সরকারি ভর্তুকিও। সেই জন্যই ব্যআঙ্ক অ্যাকাউন্টের সঠিক তথ্য আপনাকে অবশ্যই জমা করতে হবে। অ্যাকাউন্টের সঠিক তথ্য দিলে তবেই সরকারের দেওয়া ভর্তুকি সেই অ্যাকাউন্টে জমা হবে। আবেদনের সময়েই উপভোক্তাকে সম্পূর্ণ প্রক্রিয়া এবং ভর্তুকির পরিমাণ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ১৫ দিনের মধ্যেই যে সংস্থাগুলি বিদ্যুৎ বন্টন করে তাদের কাছে আবেদনগুলো পৌঁছে দেওয়া হবে। আবেদন জমা পড়লেই পোর্টালে সেটি দেখা যাবে। উল্লেখ্য, ইনস্টলেশন সংক্রান্ত সমস্ত কিছু খতিয়ে দেখে তবেই আবেদনটি অমুমোদিত হবে।
আরও পড়ুন-এশিয়ার বৃহত্তম সৌরবিদ্য়ুৎ প্রকল্পের সূচনা, ইতিহাস গড়ে বিশ্বে সেরা ৫ সৌরশক্তি উৎপাদকের তালিকায় ভারত
আরও পড়ুন-New Omicron Strain : ভয় ধরাচ্ছে ওমিক্রনের নতুন রূপ, ফের কী বাড়বে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ
আরও পড়ুন-UP Digital Campaign: বিজেপির থ্রিডি প্রযুক্তি, কংগ্রেস-সপার সোশ্যাল মিডিয়া - ডিজিটাল যুদ্ধ
অনেক সময় কিন্তু আবেদন বাতিলও হয়ে যাওয়ারও সম্ভবনা থাকে। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্ল্যান্টটি না বসান তাহলে আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। সেক্ষেত্রে পুরনরায় নতুন করে আবেদন করতে হয়। এই বিষয়ে আবেদন করার জন্য তথ্য মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.mnre.gov.in বা www.solarrooftop.gov.in-এ সকল তথ্য পাওয়া যাবে।