২০২১ সালের ২৫ অক্টোবর থেকে ডিবিএস ব্য়াঙ্ক নতুন IFSC এবং MICR কোড চালু করেছিল। সেই সঙ্গে এই ব্যঙ্কের গ্রাহকরা পুরনো IFSC এবং MICR কোডও ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন। বার থেকে আর পুরনো কোড ব্যবহার করা যাবে না। শুধু মাত্র নতুন IFSC এবং MICR কোড ব্যবহার করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম।
বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্ক একসঙ্গে মার্জ হয়ে গিয়েছে। সেই তালিকাতে রয়েছে ডিবিএস ব্যাঙ্ক ও লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক। ২০২০ সালে ডিবিএস ব্যাঙ্কের মার্জ হয়েছে লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক। মার্জ হওয়ার পর পূর্ববর্তী লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সমস্ত শাখার IFSC এবং MICR কোডগুলি বদলে গিয়েছিল। ২০২১ সালের ২৫ অক্টোবর থেকে নতুন IFSC এবং MICR কোড চালু করা হয়েছিল। সেই সঙ্গে এই ব্যঙ্কের গ্রাহকরা পুরনো IFSC এবং MICR কোডও ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন। তবে এবার সেই সুযোগ ফুরিয়ে আসার সময় এসে গিয়েছে। এবার থেকে আর পুরনো কোড ব্যবহার করা যাবে না। শুধু মাত্র নতুন IFSC এবং MICR কোড ব্যবহার করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ডিবিএস ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নয়া নির্দেশিকার কথা জানান হয়েছে। সেই হিসাবে মত আগামী ১ মার্চ থেকে নতুন নিয়মের আওতায় চলে আসছেন এই ব্যাঙ্কের গ্রাহকরা। এই দিন থেকেই কার্যকরী হবে ডিবিএস IFSC কোড। যেকোনও ধরনের এনএফএফটি, আরটিজিএস বা আইএমপিএসের ক্ষেত্রে এই কোড ব্যবহার করা বাধ্যতামূলক করা হল। নতুন কোড ব্যবহার না করলে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাঙ্কের কোনও পরিষেবা পাওয়া যাবে না।
এই মুহুর্তে এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যে সমস্ত গ্রাহকরা এতদিন পর্যন্ত পুরনো IFSC কোড ব্যবহার করছিলেন তাঁদের জন্য এই খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, প্রতিটি গ্রাহককেই ব্যক্তিগত স্তরে চিঠি, ই-মেল, এসএমএসের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের এটাও বলা হয়েছিল যে, তাঁদের ব্যাবসায়িক পার্টনার, সহযোগী ও ভেন্ডারদেরও নতুন IFSC কোড সম্পর্কে জানিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে যাতে তাঁদের রেকর্ড, দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো সময়মতো আপডেট করা যায়। উল্লেখ্য, পুরানো MICR কোড সহ কোনও চেক ব্যাঙ্কে গ্রহণযোগ্য হবে না। গত ১ নভেম্বর থেকেই নতুন চেক বই ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারির আগে যদি এই ব্যাঙ্কের কোনও গ্রাহককে অন্য কেও পুরনো কোড সহ চেক দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি বাতিল করে নতুন কোড সহ চেক দিতে বলুন। অন্যথায় চেক ব্যাঙ্কে জমা দিলে সেটি বাতিল করে দেওয়া হবে।
যেহেতু ২০২১ সালের ১ নভেম্বর থেকে নতুন MICR কোড সহ চেকবই পাওয়া যাচ্ছে, তাই এখনও যে কোনও গ্রাহক নতুন চেক বইয়ের জন্য আবেদন জানাতে পারবেন। মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট বা ১৮৬০২৬৭৪৫৬৭ নম্বরে ফোন করেও নতুন চেক বইয়ের জন্য আবেদন করা যাবে। মনে রাখবেন নতুন IFSC কোড বেশ কয়েকটি জায়গায় আপডেট করা প্রয়োজন। যেমন- ইনকাম ট্যাক্স বা আয়কর দফতর, ইন্সিওরেন্স ফার্ম, মিউচুয়াল ফান্ড ও ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস জিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন কোড আপডেট করা বাধ্যতামূলক। নতুন IFSC কোড বা MICR কোডের সম্পূর্ণ তালিকা দেখার জন্য https://www.lvbank.com/view-new-ifsc-details.aspx এ ক্লিক করে জানতে পারবেন। উল্লেখ্য, যখন কোনও ব্যাঙ্ক অপর ব্যাঙ্কের সঙ্গে মিশে যায়, তখন যে ব্যাঙ্কটি মিশে যাচ্ছে, তার গ্রাহকদের IFSC কোড ও MICR কোড বদলে যায়, গ্রাহকদের সে বিষয়ে সতর্ক থাকা উচিত। নইলে লেনদেন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়।