Corona Cases In Bengal: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল ২ হাজার, শুধু কলকাতায় আক্রান্ত ১০৯০

বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। 

সপ্তাহের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের (Daily Corona Cases) পরিমাণ অনেকটাই কম ছিল। ৪০০ থেকে ৬০০-র মধ্যেই তা ওঠানামা করছিল। কিন্তু, সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎই সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। ১ হাজার ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। আর গত ২৪ ঘণ্টায় সেই সংক্রমণ ২ হাজার ছাড়িয়ে গেল। ওমিক্রনের (Omicron) দাপটের মাঝে এভাবে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। তার মধ্যেই আবার আগামীকাল রয়েছে বর্ষ শেষের (End of the Year) উৎসব। ফলে বছরের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।  

বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৪।

Latest Videos

আরও পড়ুন- ব্রিটেন-কলকাতা সরাসরি সব বিমান বাতিলের সিদ্ধান্ত রাজ্যের

তবে সংক্রমিতের সংখ্যা বাড়লেও দৈনিক মৃতের সংখ্যায় গতকালের তুলনায় তেমন কোনও হেরফের হয়নি। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ১২ জনের। আর গত ২৪ ঘণ্টাতেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৭ জন। রাজ্যে সুস্থতার হার কমে গিয়েছে। বুধবার ছিল ৯৮.৩২ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ৯৮.২৫ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৭৬।

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আলিপুরদুয়ারে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন।  উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে কোচবিহারে আক্রান্তের সংখ্যা ৬, দার্জিলিংয়ে ২৭, কালিম্পংয়ে ৩, জলপাইগুড়িতে ১২, উত্তর দিনাজপুরে ৭, দক্ষিণ দিনাজপুরে ২৪ ও মালদহে ১৪।

আরও পড়ুন- বাড়ছে আক্রান্তের সংখ্যা, রাজ্যে ফের লকডাউন নয় তো, কী বললেন মমতা

রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হাওড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। এছাড়া পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১২১ ও দক্ষিণ ২৪ পরগনা আক্রান্ত ১০৬। 

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ঝাড়গ্রামে। ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, হুগলিতে ২ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র