কোভিডে ৩ দিন বন্ধ রাজপুর-সোনারপুর এলাকার বাজার, হস্তক্ষেপ খোদ মুখ্যমন্ত্রীর

  •  বন্ধ রাজপুর সোনারপুর পুরসভা এলাকার বাজার
  •  এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী 
  • ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দিয়েছেন 
  • তারপরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন 

Ritam Talukder | Published : Jun 26, 2021 5:19 AM IST / Updated: Jun 29 2021, 10:28 AM IST

সোমবার থেকে টানা তিনদিন বন্ধ রাজপুর সোনারপুর পুরসভা এলাকার বাজার, করোনা সংক্রমণ রুখতে পদক্ষেপ।এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ জেলাশাসককে নির্দেশ দিয়েছেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷ তারপরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷ 

 

 

আরও পড়ুন, ১০ বছরেও মেলেনি সরকারি ঘর, বর্ষায় ভেসে যাওয়ার দশা, প্রতিবাদে 'নগ্ন' হলেন ছোটু 

 রাজ্য জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও রাজপুর সোনারপুর পুরসভা এলাকার কোভিড আক্রান্তের সংখ্‌যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ৷ এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ জেলাশাসককে নির্দেশ দিয়েছেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷ তারপরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷ প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠক ৷ সিদ্ধান্ত হয়েছে আগামী সোমবার থেকে ৩দিন রাজপুর সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ থাকবে ৷ শুধুমাত্র ঔষধ ও দুধের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ এই বিষয়ে আজ থেকে প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে চালানো হবে প্রচার ৷ যাতে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে রাখেন ৷ বৄহস্পতি ও শুক্রবার মাসের ১ ও ২ তারিখ হওযায় বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ৷

 

 

আরও পড়ুন, ভ্য়াকসিনের নামে অ্যামিকাসিন দিতেন দেবাঞ্জন, কসবাকাণ্ডে ধৃত আরও ৩ 

 পুরসভা সুত্রে জানা গিয়েছে বর্তমানে প্রতিদিন গড়ে ২৫জনের বেশী কোভিডে আক্রান্ত হচ্ছেন ৷ এই সংখ্যা তাদের উদ্বেগ বাড়াচ্ছে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ পাশাপাশি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ৫হাজার করে বাসিন্দা ভ্যাক্সিন পাচ্ছেন ৷ শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!