লুপ্তপ্রায় বিরহোড় সম্প্রদায়ের মানুষদের দেওয়া হল কোভিড ভ্যাকসিন, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

  • লুপ্তপ্রায় সম্প্রদায়ের মানুষদের দেওয়া হল কোভিড ভ্যাকসিন
  •  ১৮ বছরের উর্ধ্বে থাকা ১৩ জনকে দেওয়া হয়েছে এই ভ্য়াকসিন
  • বেড়শা থেকে তাদের গাড়িতে করে বলরামপুরে নিয়ে আসা হয়
  • তাঁদের নাম রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন দেয় স্বাস্থ্য দপ্তর 
     

 লুপ্তপ্রায় জনজাতি বিরহোড় সম্প্রদায়ের মানুষদের এবার দেওয়া হল কোভিড ভ্যাকসিন। ১৮ বছরের উর্ধ্বে থাকা ১৩ জন বীর সম্প্রদায়ের মানুষকে দেওয়া হলো কোভিড ভ্যাকসিন।পুরুলিয়ার বলরামপুর ব্লকের বেড়শা গ্রামে বসবাস কারী এই লুপ্ত প্রায় জনজাতীর মানুষদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্যেগ নেয় টিম  একটি সেচ্ছাসেবী সংস্থা।

আরও পড়ুন, নেই ছাত্র-ছাত্রীর কলবর, শহরের স্কুলের বন্ধ ক্লাসরুমেই এবার আস্ত 'কোভিড কেয়ার ইউনিট' 

Latest Videos

এদিন বেড়শা থেকে তাদের গাড়িতে করে বলরামপুর কৃষক বাজারের ভ্যাকসিন সেন্টার এ নিয়ে আসেন টিমের সদস্যরা। তারপর তাদের নাম রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন দেয় স্বাস্থ্য দপ্তর। এদিন মোট তেরো জন বিরহোড় জাতির মানুষ ভ্যাকসিন নেন। এ বিষয়ে বলরামপুর সহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশান বড়ুয়া জানান বলরামপুর কৃষক বাজারে মোট ৯ জনকে ১৮ বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হয় এবং পরে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ৪৫ বছরের ঊর্ধ্বে ৪জন ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়। বিরোহোর সম্প্রদায়ের মানুষ লুপ্তপ্রায় জনজাতির তকমা পেয়ে আসছে। মূলত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে বলরামপুর ব্লকের বেড়শা গ্রাম  বাগমুন্ডি ব্লকের বাড়েরিয়া এবং ঝালদা ব্লক এলাকার কয়েক জায়গায় এদের বসবাস হলেও  আর কোথাও এদের সেভাবে দেখতে পাওয়া যায়না। 

আরও পড়ুন, কোভিড চিকিৎসায় অগ্রগতি, ইসলামপুরের হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছে স্বাস্থ্য দপ্তর 


জঙ্গল লাগোয়া এলাকাতেই বিরহোড়রা থাকতে বেশি পছন্দ করেন। সমাজের মূল স্রোতে মেলামেশা তাদের খুবই কম। আবহমানকাল ধরে লুপ্তপ্রায় জাতি হয়েই রয়ে গেছে বিরহোড়রা।সেই বিরহোড় জনজাতি মানুষদের করোনা সংক্রমণ রুখতে আলাদা করে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন  বিরোহোড় সহ-এলাকার মানুষ।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার