'প্রশাসকের সই ছাড়া মিলবে না ভ্যাকসিন', গুরুতর অভিযোগ উঠল আসানসোলে

  • ভ্যাকসিন কাণ্ডে এবার শিরোণামে আসানসোল
  • প্রশাসকের সই ছাড়া ভ্যাকসিন পাওয়া যাবে না  
  • তৃণমূল নেতা জোর গলায় বলেন,'সই তো লাগবেই'
  • চিকিৎসক বলেছেন, 'এসব তাঁর জানা নেই' 

Asianet News Bangla | Published : Jul 5, 2021 12:05 PM IST / Updated: Jul 05 2021, 05:51 PM IST


তৃনাঞ্জন চট্টোপাধ্যায়-পশ্চিম বর্ধমানঃ-  ভ্যাকসিন কাণ্ড যেন আসানসোল করপোরেশনের পিছু ছাড়ছে না। তৃণমূল নেতা সুনীল কুমার মহিলাদের বলছেন যে, প্রশাসকের সই ছাড়া ভ্যাকসিন পাওয়া যাবে না।  যদিও এই ইস্যু প্রকাশ্যে আসতেই চিকিৎসক বলেছেন, 'এসব তাঁর জানা নেই।' 

 

 

আরও পড়ুন, ছাড়লেন কংগ্রেসের 'হাত', তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ 

 প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সমস্যা তাবাসুম আরা-র পর এবার সরাসরি আঙ্গুল উঠছে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের দিকে। ভ্যাকসিন নিতে প্রয়োজনীয় আধার কার্ডের জেরক্সে লাগবে আসানসোল করপোরেশনের প্রশাসক তথা তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায়ের সই। তা না হলে পাওয়া যাবে না ভ্যাকসিন। এমনটাই অভিযোগ ভ্যাকসিনের লাইন থেকে ফিরে আসা মহিলা।  এখানেই শেষ নয়।  তৃণমূল নেতা সুনীল কুমার মহিলাদের বলছেন যে, প্রশাসকের সই ছাড়া ভ্যাকসিন পাওয়া যাবে না। এদিকে সোজা মনে অপর এক মহিলা জানান যে, গতকাল ভ্যাকসিন নিতে এসে তিনি পাননি। স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয়েছে অমরনাথ চট্টোপাধ্যায়ের সই লাগবে।  

 

 

আরও পড়ুন, 'রিজাইন দিলীপ ঘোষ', BJP প্রার্থী শ্রাবন্তী ইস্যুতে বিস্ফোরক তথাগত


সোমবার তিনি সই করিয়ে আবার এসেছেন। যদিও এই ইস্যু প্রকাশ্যে আসতেই চিকিৎসক বলেছেন, এসব তাঁর জানা নেই। তিনি কিছু বলতে পারবেন না। অন্যদের জিজ্ঞেস করতে হবে। এদিকে এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরা দেখতেই  মুখ লুকোচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অ্যাটেন্ডেন্ট বলছেন,' অপেক্ষা করতে হবে।' সই ছাড়া পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটছে, কেনই বা প্রশাসকের সই-এর প্রয়োজন, তা জানতে প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন সুইচ অফ পাওয়া যায়। তবে স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত তৃণমূল নেতা সুনীল কুমার জোর গলায় বলেন,'সই তো লাগবেই।'

Share this article
click me!