লকডাউনের নিয়ম কিছুটা শিথিল রাজ্যে, একনজরে মমতার ১৩টি ঘোষণা

  • নবান্নে লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা
  • গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্ট এক ক্লিকে
  • নতুন নিয়ম আরোপ মমতার

Parna Sengupta | Published : Jun 14, 2021 11:12 AM IST

১৫ই জুন পর্যন্ত কড়া লকডাউনের বিধিনিষেধের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের এক সাংবাদিক বৈঠক করেন মুখমন্ত্রী। এদিন নবান্নে তিনি ঘোষণা করেন বেশ কিছু শিথিলতা নিয়ে আসা হল লকডাউনের নিয়মে। মমতা জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার রাস্তায় হাঁটতে চলেছে রাজ্য। 

আরও পড়ুন - রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ১৩টি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট


১। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে সরকারি অফিস

২। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে বেসরকারি অফিস

৩। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস

৪। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান

৫। বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে

৬। বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত বার, রেস্তোরাঁ এবং হোটেল খোলা থাকবে

৭। বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল

৮। শপিং মলে ৩০ শতাংশের বেশি এন্ট্রি নিষিদ্ধ

৯। টিকাকরণ সম্পন্ন হলে প্রাতঃভ্রমণে পার্কে ঢুকতে অনুমতি

১০। ইউনিট পিছু ৫০শতাংশ কর্মী নিয়ে শ্যুটিং শুরুর অনুমতি

১১। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি

১২। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে

১৩। বন্ধ থাকবে স্পা, সিনেমা হল এবং বিউটিপার্লার

আরও পড়ুন - লাগবে মাস্ক-স্যানিটাইজার, নতুন নিয়ম মেনে বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির

তবে সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মমতা এদিন জানিয়েছেন ১লা জুলাই পর্যন্ত কিছু বিধিনিষেধে ছাড় দিয়ে করোনা বিধি বহাল থাকবে। এর পাশাপাশি শুটিংয়ের ক্ষেত্রেও কয়েকটি ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে ইউনিটগুলিকে। তার থেকে বেশি অভিনেতা ও কর্মী নিয়ে শুটিং করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেস্তরাঁ ও বার খোলার অনুমতি দেওয়া হলেও আপাতত আগের নিয়মে স্পা ও জিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাত ৯টার পর জরুরি পরিষেবা ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না।

Share this article
click me!