আইসিসিতেও নাম যাচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের, বিজেপির উচ্চপদস্থদের সঙ্গে কথা বলেও বিফলে চেষ্টা?

Published : Oct 20, 2022, 07:01 PM IST
আইসিসিতেও নাম যাচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের, বিজেপির উচ্চপদস্থদের সঙ্গে কথা বলেও বিফলে চেষ্টা?

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় দল বিজেপির সূত্রে খবর, মুম্বই থেকে দিল্লি গিয়ে তিনি কেন্দ্রের শাসকদলের হেভিওয়েট নেতাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু, ভারতীয় ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত নেতারা আইসিসি-র কথা কার্যত এড়িয়ে গিয়েছেন। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে শেষ হয়েছে তিন বছরের কার্যকাল। এরপর সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তারপর আইসিসি-র চেয়ারম্যান পদে আসীন হওয়াও হল না ভারতের প্রাক্তন অধিনায়কের। বৃহস্পতিবার ছিল আইসিসি-তে চেয়ারম্যান পদে ভারতের মনোনয়ন পাঠানোর শেষ দিন। কিন্তু, আজ সারাদিনে এবিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দিনের শেষে পাওয়া খবর অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারত থেকে কোনও নাম পাঠাচ্ছে না বিসিসিআই। সেক্ষেত্রে বাদ পড়ছেন বাংলার মহারাজ। 

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, সৌরভকে আইসিসি-তে পাঠানো হচ্ছে না। সৌরভের স্বপক্ষে মন্তব্য করেই একথা বলেছেন মুখ্যমন্ত্রী। ‘দাদা’ অবশ্য এবিষয়টি নিয়ে কার্যত নীরব থেকেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় দল বিজেপির সূত্রে খবর, মুম্বই থেকে দিল্লি গিয়ে তিনি কেন্দ্রের শাসকদলের হেভিওয়েট নেতাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু, ভারতীয় ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত নেতারা আইসিসি-র কথা তুলতেই চাননি। তাঁদের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, বোর্ডের কোনও সভাপতিই তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর আর দ্বিতীয়বার ক্ষমতায় আসেননি। সৌরভের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হবে কেন? তাঁকে আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা-ও তাঁকে দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেন উচ্চপদস্থ কর্তারা। কিন্তু, ওই প্রস্তাব প্রথম পেশ করার সময়েই সৌরভ সেটিতে অসম্মতি জানিয়েছিলেন বলে জানা গেছে। নতুন করে সেই প্রস্তাবে রাজি হওয়া তাঁর পক্ষে সম্ভবপর নয়। 

জানা গেছে, কেবলমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নন, তাঁর পাশাপাশি এ বার অন্য কোনও ব্যক্তিকেও আইসিসি-র চেয়ারম্যান পদে মনোনীত করেনি ভারত। সৌরভের পাশাপাশি এসেছিল ভারতীয় ক্রিকেটের প্রশাসক এন শ্রীনিবাসন এবং বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের নাম। তবে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ হিসাবে প্রচণ্ড কাজের চাপের কারণে কোনও বড় দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে চেয়েছেন অনুরাগ ঠাকুর। অপরদিকে, শ্রীনিবাসনের ক্ষেত্রে প্রধান বাধা রয়েছে তাঁর শারীরিক অবস্থা। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮০ পেরিয়ে গিয়েছে। আইসিসি চেয়ারম্যানের মতো মহাগুরুত্বপূর্ণ পদে কাজ করার জন্য তাঁর শরীর কতটা সমর্থ হবে, সে বিষয়ে সংশয় রয়েছে। সে ক্ষেত্রে, এই দুজনকে বাদ দিলে থাকত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কিন্তু, আজকের পর আর তা হল না।

আরও পড়ুন-
২০১৪ বনাম ২০১৭, টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনের বিরুদ্ধে পালটা আন্দোলনে নামলেন টেট চাকরিপ্রার্থীরাই
‘রানিকে খান খান করে ছাড়ব’, শাসকদলকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার বার্তাও
একাধিক খুন ধর্ষণে অভিযুক্ত রাম রহিম সিং, তাঁরই ‘সৎসঙ্গে’ ভিড় জমালেন বিজেপি নেতারা!

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড