Sudip Paul | Published : Oct 10, 2021 10:39 AM IST / Updated: Oct 10 2021, 11:21 PM IST

IPL 2021 Live update- রুদ্ধশ্বাস ম্য়াচে দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে সিএসকে

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের শীর্ষে থাকা দুই দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ টেবিলে ১৪ ম্যাচে ১০টি জয়ের সৌজন্যে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান অধিকার করে ঋষভ পন্থের (Rishabh Pant)দল। অপরদিকে ১৪ ম্য়াচে ৯টি জয়ের সৌজন্যে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল এমএস ধোনির (MS Dhoni)দল। তবে দুই দলেরই লিগ গ্রুপের শেষটা খুব একটা সুখের হয়নি। শেষ তিনটি ম্যাচ পরপর হেরে আত্মবিশ্বাস অনেকটাই ধাক্কা খেয়েছে সিএসকের। অন্যদিকে, শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছে ডিসিকে। তবে প্রথম প্লে অফ জিতে সরাসরি ফাইনালে উঠতে মরিয়া দুই দল।

11:19 PM (IST) Oct 10

বহুদিন পর ফিনিশার ধোনি, রুদ্ধশ্বাস ম্য়াচে জয় পেল সিএসকে

আইপিএলের রুদ্ধশ্বাস ম্য়াচে দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌছল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ম্য়াচ ফিনিশ করলেন ধোনি।

11:10 PM (IST) Oct 10

শেষ ওভারে সিএসকের দরকার ১৩ রান

শেষ ওভারে সিএসকের জয়ের জন্য দরকার ১৩ রান। ক্রিজে ধোনি ও মঈন আলি।

11:06 PM (IST) Oct 10

আউট ঋুরাজ গায়কোয়াড়

আবেশ খানের বলে আউট ঋতুরাজ গায়কোয়াড়। ৭০ রান করলেন তিনি। চাপ বাড়ল সিএসকের।

11:04 PM (IST) Oct 10

২ ওভারের সিএসকের দরকার ২৪ রান

লড়াই করছেন ঋতপরাজ গায়কোয়াড়। ২ ওভারে সিএসকের দরকার ২৪ রান।

10:53 PM (IST) Oct 10

১৬ ওভার শেষে ১২৯ রানে ৪ উইকেট সিএসকে

পরপর উইকেট হারিয়ে চাপে চেন্নাই সুপার কিংস। ১৬ ওভার শেষে ১২৯ রানে ৪ উইকেট সিএসকে।

10:46 PM (IST) Oct 10

আউট অম্বাতি রায়ডু

১ রান করে আউট হলেন অম্বাতি রায়ডু।

10:43 PM (IST) Oct 10

আউট শার্দুল ঠাকপর

দ্রুত রান করার জন্য শার্দুল ঠাকুরকে নামায় সিএসকে। খাতা না খুলেই আউট হলেন তিনি।

10:41 PM (IST) Oct 10

অর্ধশতরান করলেন ঋতুরাজ গায়কোয়াড়

৩৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন ঋতুরাজ গায়কোয়াড়।

10:37 PM (IST) Oct 10

আউট রবিন উথাপ্পা

৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হলেন রবিন উথাপ্পা।

10:30 PM (IST) Oct 10

১২ ওভার শেষে সিএসকে ১০০

অনবদ্য ব্য়াটিং ঋতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার। ১২ ওভার শেষে সিএসকে ১০০ রানে ১ উইকেট।

10:16 PM (IST) Oct 10

রবিন উথাপ্পার অর্ধশতরান

রবিন উথাপ্পার অর্ধশতরান। ৫টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস। ১০ ওভার শেষে ৮১ রানে ১ উইকেট সিএসকে।

10:07 PM (IST) Oct 10

৮ ওভার শেষে সিএসকে ৬৮ রানে ১ উইকেট

অনবদ্য ব্য়াটিং রবিন উথাপ্পা ও ঋতুরাজ গায়কোয়াড়ের। ৮ ওভার শেষে সিএসকে ৬৮ রানে ১ উইকেট।

09:57 PM (IST) Oct 10

উথাপ্পার ঝোড়ো ইনিংস

বিধ্বংসী ব্য়াটিং রবিন উথাপ্পার। একের এপর এক চার-ছক্কা হাঁকাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ৬ ওভার শেষে সিএসকে ১ উইকেটে ৫৯।

09:46 PM (IST) Oct 10

৩ ওভার শেষে ২০ সিএসকে

প্রথম উইকেট পড়ার পর সিএসকের ইনিংসের রাশ ধরলেন উথাপ্পা ও ঋতুরাজ। ৩ ওভার শেষে ২০ চেন্নাই।

09:32 PM (IST) Oct 10

প্রথম ওভারেই আউট ডুপ্লেসি

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা সিএসকের। ১ রান করে নকিয়ার বলে বোল্ড ডুপ্লেসি।

09:13 PM (IST) Oct 10

পন্থের অর্ধশতরান, ১৭২ করল দিল্লি

ঋষভ পন্থের অর্ধশতরান। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করল দিল্লি ক্যাপিটালস।

09:08 PM (IST) Oct 10

পার্টনারশিপ ভাঙল পন্থ ও হেটমায়ারের

৮৩ রানের পার্টনারশিপ করার পর আউট হলেন হেটমায়ার। ৩৭ রান করার পর ব্রাভোর বলে আউট হলেন তিনি। ১৯ ওভার শেষে ১৬৪ রানে ৫ উইকেট দিল্লি।

08:56 PM (IST) Oct 10

পন্থ ও হেটমায়ারের অর্ধশতরানের পার্টনারশিপ

পন্থ ও হেটমায়ারের অর্ধশতরানের পার্টনারশিপ। ১৭ ওভার শেষে দিল্লি ১৪১ রানে ৪ উইকেট।

08:44 PM (IST) Oct 10

লড়াই করছেন পন্থ ও হেটমায়ার

৪ উইকেট পড়ার পর দিল্লি ইনিংসের রাশ ধরলেন শিমরন হেটমায়ার ও ঋষভ পন্থ। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ১১৪ রানে ৪ উইকেট।

08:20 PM (IST) Oct 10

বড় ধাক্কা দিল্লির, আউট পৃথ্বি শ

চতুর্থ উইকেটের পতন দিল্লির। ৬০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হলেন পৃথ্বি শ।

08:17 PM (IST) Oct 10

আউট অক্ষর প্য়াটেল

১০ রান করে মঈন আলির বলে আউট হলেন অক্ষর প্যাটেল। ১০ ওভার শেষে দিল্লি ৭৯ রানে ৩ উইকেট।

08:09 PM (IST) Oct 10

হাফ সেঞ্চুরি পৃথ্বি শ-র

২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন পৃথ্বি  শ। ৬টি চার ও ৩টি ছয় মারেন তিনি।

 

08:01 PM (IST) Oct 10

পাওয়ার প্লে শেষে ৫১ রানে ২ উইকেট দিল্লির

শেষ হল পাওয়াপ প্লে। দিল্লি ২ উইকেট হারিয়ে ৫১। অনবদ্য ব্যাটিং পৃথ্বি শ-র।

07:59 PM (IST) Oct 10

দ্বিতীয় উইকেটের পতন দিল্লির

১ রান করে জোস হ্যাজেলউডের দ্বিতীয় শিকার হলেন শ্রেয়স আইয়র।

07:55 PM (IST) Oct 10

পৃথ্বির বিধ্বংসী ইনিংস

মারকাটারি ব্য়াটিং পৃথ্বি শ-র। ৫ ওভার শেষে দিল্লি ১ উইকেটে ৫০।

07:50 PM (IST) Oct 10

আউট শিখর ধওয়ান

৭ রান করে জস হ্যাজেল উডের বলে আউট হলেন শিখর ধওয়ান।

07:46 PM (IST) Oct 10

ঝোড়ো শুরু দিল্লির

ব্য়াট করতে নেমে ঝোড়ো শুরু দিল্লির দুই ওপেনার পৃথ্বি শ ও শিখর ধওয়ানের। ৩ ওভার শেষে ৩৬ রান।

07:05 PM (IST) Oct 10

দিল্লি দলে একটি পরিবর্তন

দিল্লি ক্যাপিটালস দলের প্রথম একাদশে হল একচি পরিবর্তন। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন রিপল প্যাটেল। তাঁর বদলে খেলছেন ব্রিটিশ অলরাউন্ডার টম কুরান। 

দিল্লি ক্যাপিটালস একাদশ: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, টম কুরান, শিমরন হেতমায়ার, অক্ষর প্যাটেল, আর আশ্বিন, কাগিসো রাবাদা, আবেশ খান, আনরিখ নখিয়া

07:03 PM (IST) Oct 10

অপরিবর্তিত সিএসকে

প্রথম একাদশ অপরিবর্তিত রাখল সিএসকে। 

চেন্নাই সুপার কিংস একাদশ: ফাফ ডুপ্লেসিস, ঋতুরাজ গায়কওয়াড, মইন আলি, আর উথাপ্পা, এ রায়ডু, এমএস ধোনি, আর জাদেজা, ডি ব্রাভো, এস ঠাকুর, ডি চাহার, জে হ্যাজেলউড

07:03 PM (IST) Oct 10

টসে জিতল সিএসকে

 টসে জিতে ঋষভ পন্থের (Rishabh Pant) দলকে আগে ব্যাট করতে ডাকলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)

06:12 PM (IST) Oct 10

নয়িবালি দিল্লি

নতুন ছন্দে প্লেঅফ শুরু করছে দিল্লি ক্যাপিটালস

06:12 PM (IST) Oct 10

ধোনি না পন্থ কারা এগিয়ে - জ্যোতিষশাস্ত্র কী বলছে

ধোনি না পন্থ কারা এগিয়ে - জ্যোতিষশাস্ত্র কী বলছে দেখুন - 

আরও পড়ুন - IPL 2021, Qualifier 1, DC vs CSK - কে জিতবে, কার দিকে রয়েছে ভাগ্য - জ্যোতিষশাস্ত্র কী বলছে

06:10 PM (IST) Oct 10

শক্তি-দুর্বলতা

06:09 PM (IST) Oct 10

তৈরি অক্ষর

প্রথম কোয়ালিফায়ারের জন্য তৈরি অক্ষর প্যাটেল।

05:44 PM (IST) Oct 10

দিল্লি ম্য়াচের আগে অনুশীলনে বিধ্বংসী ধোনি

দিল্লি ম্য়াচের আগে সিএসকের একেবারে শেষ মুহূর্তের অনুশীলন। বিধ্বংসী মেজাজে ধোনি

 

 

05:40 PM (IST) Oct 10

প্লে অফের পন্টিং স্যারের ক্লাস

চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে দিল্লিকে কী সাজেশন দিলেন কোচ রিকি পন্টিং।

 

 

05:01 PM (IST) Oct 10

প্লে অফের আগে হুঙ্কার দিল্লি কোচের

সিএসকের বিরুদ্ধে প্লে অফে নামার আগে হুঙ্কার পন্টিয়ের। কার্যত হুঁশিয়ারী দিয়ে রাখলেন ধোনির দলকে।

 

 

04:24 PM (IST) Oct 10

চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে মহড়া দিল্লির

প্লে অফের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দিল্লি ক্যাপিটালসের।

 

 

04:19 PM (IST) Oct 10

মহারণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সিএসকে

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সিএসকে।