জমজমাট পুজোয় অদেখার যাত্রায় যেতে প্রস্তুতি চলছে সিকদার বাগান সাধারন দুর্গোৎসব কমিটির

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো গুলোর মধ্যে একটি সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো। প্রতিবারের মতই এবারও বর্তমান সামাজিক প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে ধরছেন আয়োজকেরা। 
 

উমার বাড়ি ফেরা মানে শুধুই কি আনন্দ উতসবেই সীমিত থাকা! নাকি উমার বাড়ি ফেরা-কে ঘিরে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সামাজিক কোনও না কোনও দায়বদ্ধতা থেকে যায় পুজো কমিটি এবং ক্লাব গুলোর মধ্যে? অবশ্যই কোথাও গিয়ে এই দায়বদ্ধতা থাকে বলেই, বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপনাগুলো শুধু মাত্র জাঁকজমকে আটকে না থেকে বৃহৎ সামাজিক প্রেক্ষাপটকে জনসাধারণের সামনে তুলে আনে। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো গুলোর মধ্যে একটি সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো। প্রতিবারের মতই এবারও বর্তমান সামাজিক প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে ধরছেন আয়োজকেরা। 

সিকদার বাগান পুজো কমিটির মতে, "আমরা কত কিছু দেখি। তবে সত্যিই কি আমরা দেখতে পাই ? নাকি আমাদের যতটুকু দেখার অভ্যাস করানো হয়, আমরা ঠিক ততটুকু দেখেই গোটা একটা জীবন কাটিয়ে দেই।  সুন্দর বললেই ফুল দেখতে পাই। ভয় বললে অন্ধকার দেখি। সকাল দেখি টাইগার হিলের সানরাইজ আর বিকেল বলতে দেখি দীঘার সৈকতে সমুদ্রের ঢেউ। আলো দেখি শপিংমলে। অন্ধকার দেখি শ্মশানে অথবা বাঁশ বাগানে। এতকিছু দেখার পরেও স্বাদ মেটে না । কারণ আমরা যা দেখি তা কখনোই দেখতে পারিনা। যেমন দশভূজা দেখি দশ দিক দেখতে পাই না। পাথরের প্রতিমা দেখি কিন্তু পাথরে প্রতিমা দেখতে পাই না। দর্পণে প্রতিফলন দেখি, প্রতিসরণ দেখতে পাই না। জীব দেখি জীবন দেখতে পাই না।"

Latest Videos



আর ঠিক এই কারণেই দেখার এক নতুন করে চেষ্টা করতে চায় এই পুজো কমিটি। যা দেখেছি সেখান থেকেই শুরু হবে ২০২২ সালে সিকদার বাগান সাধারন দুর্গোৎসবে অদেখার যাত্রা। পুজো হবে 'জমজমাট', প্রতিমা শিল্পী সজ্জায় থাকবেন ভবতোষ সুতার ও থিম কল্পনায় মিলবে প্রদীপ্ত কর্মকারের ছোঁয়া। পুজোর শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত সিকদার বাগান পুজো কমিটি। তাই জমজমাট পুজো দেখতে আপনাকে আসতে হবে এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News