কালো ব্রালেটে ঠেলে বেরোচ্ছে হট ক্লিভেজ, জয়ার শরীরী মোচড়ে কুপোকাত ভক্তরা

ব্রালেটে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। জয়ার হট ক্লিভেজ থেকে চোখ সরছে না ভক্তদের। প্রতিটি ছবিতেই সুপারহট জয়া।

অভিনয় দিয়ে নয় বরং শরীরী উষ্ণতাতেও পুরুষদের কাবু করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সর্বদাই রয়েছেন নেটিজেনদের নজরে। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন নিউকামারদের। তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া। মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন জয়া। কমলা রঙের ট্রাউজার ও জ্যাকেট পরেছেন জয়া। কালো ব্রালেটে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। জয়ার হট ক্লিভেজ থেকে চোখ সরছে না ভক্তদের। প্রতিটি ছবিতেই সুপারহট জয়া। খোলা চুল, চোখের চাহনিতে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন জয়া। অভিনেত্রীর ইশারায় পাগল হয়েছেন ভক্তরা।

Latest Videos

 

 

 

 

জয়ার শেয়ার করা ছবি ভাইরাল হতে কোনও সময়ই লাগেনি। ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এক অনুরাগী কমেন্টে বলেছেন, আপনি এখনও কীভাবে এত আকর্ষণীয় বলুন তো। চোখ ফেরাতে পারি না আপনার থেকে। অন্যজন লিখেছেন খুব সুন্দর। তবে প্রশংসার পাশাপাশি ট্রোলড হন জয়া। যদি সমালোচনাকে মোটেই পাত্তা দিতে চান না। ট্রোলড হওয়াটাকে জীবনের অংশ বলে মেনে নিয়েছেন জয়া। জয়া আহসানকে নিয়ে সর্বদাই যেন চর্চা লেগেই রয়েছে। অভিনেত্রীর সেক্সি চাবুক ফিগার থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার জয়ার। এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া। বয়স প্রায় ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে ভিডিও পোস্ট করেছেন জয়া। কিলার লুকে কাঁপছে দুই বাংলার ফ্যানেরা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ব্যাচেলর সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এবং গেরিলা চলচ্চিত্রের জন্যই তিনি জাতীয় পুরস্কারও পান। টলিউড পরিচালক অরিন্দম শীলের হাত ধরে এপার বাংলায় নিজের অভিনয়ে ডালি সাজিয়ে বসেন জয়া। আবর্ত সিনেমা দিয়েই টলিপাড়ায় পা রাখেন ওপার বাংলার অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজের দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন জয়া। একের পর এক ছবিতে উজার করা অভিনয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন জয়া। তারপর একে একে স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলির মতো জনপ্রিয় পরিচালকের পরিচালনাতেও দেখা গেছে জয়াকে। টলিউডে নিজের অভিনয়, ফিটনেস দিয়ে আলাদা একটি পরিচিতি তৈরি করেছেন জয়া। বিসর্জন, রাজকাহিনী, রবিবার, ক্রিসক্রস, কন্ঠ ছবিতে তার অভিনয় সকলের নজর কেড়েছে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র , তা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন জয়া আহসান। রূপে-গুণে, গ্ল্যামারে দুই দেশেই সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছেন জয়া।

আরও পড়ুন-

প্রথম বিয়ে ভেঙে মডেলের সঙ্গে গোপনে প্রেম, সংসারটা আর ঠিকমতো করা হল না সিদ্ধান্তর

১০ দিন পরও ফিরল না জ্ঞান, মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা, কী বলছেন চিকিৎসকেরা

দুধ সাদা বিছানায় শরীর এলিয়ে বিকিনিতে হট পোজ দিশার, যৌনতায় কালঘাম ছুটল ভক্তদের

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury