শীঘ্রই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান অভিনীতবহু প্রতীক্ষিত সিনেমা শেহজাদা, ছবির প্রচারের জন্য তিলোত্তমায় হাজির হয়েছিলেন কার্তিক | আগরপাড়ার একটি ক্যাম্পাসে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান |
বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। এই মুহর্তে একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা 'শেহজাদা'। কলকাতার আগরপাড়ার একটি ক্যাম্পাসে 'শেহজাদা' ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান। বলিউডের হ্যান্ডসাম হাঙ্ককে এদিন ডেনিম জিন্স,সাদা সোয়েট শার্ট, রোদচশমা পরে দেখা গেছে। স্মারক, উত্তরীয় দিয়ে অভিনেতাকে স্বাগত জানানো হয়। সেখানেই মজার ছলে বলেন, ছবিতে কিন্তু আমার ক্যারেক্টার ঢিলা,নিজেকে চরিত্রহীন তকমা দিয়েছেন অভিনেতা। 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাকে পা মেলাতে দেখা গেছে কার্তিক আরিয়ানকে 'শেহজাদা' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই জলন্ধর, কচ্ছের রণ, আগ্রা, ইন্দোর, দিল্লির পর সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে এসেছিলেন কার্তিক আরিয়ান। শুক্রবার ১৭ ফেব্রুয়ারী দেশজুড়ে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা 'শেহজাদা'।