বছর শেষে বেশ কিছু মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন আলিয়া ভাট । বিয়ের ছবি থেকে প্রেগনেন্সি জার্নি, সমুদ্র সৈকতে জন্মদিন উদযাপন সবটাই ফিরে দেখলেন অভিনেত্রী।
আলিয়া ভাটের এক গুচ্ছ অদেখা মুহূর্ত। বছর শেষে বেশ কিছু মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন আলিয়া ভাট। পোস্টে লিখলেন, 'যেই ছবিগুলো ২০২২ এ ইনস্টাগ্রামে জায়গা করে নিতে পারেনি।' বিয়ের ছবি থেকে প্রেগনেন্সি জার্নি, সমুদ্র সৈকতে জন্মদিন উদযাপন সবটাই ফিরে দেখলেন অভিনেত্রী। এক ছবিতে বিয়ের পোশাকে ট্রায়াল দিচ্ছেন তিনি। কখনো আবার জন্মদিন উদযাপন করছেন মা দিদির সাথে। প্রেগনেন্সির সময়ে ডায়েটে কি খেতেন সেই ছবিও দেখা গেল ভিডিওতে। রয়েছে দিদি শাহিনের সাথে লন্ডন ভ্যাকেশনের ছবিও।