হায়দরাবাদে আয়োজিত সহকারী সাইয়ের বিয়েতে হজির রশ্মিকা মন্দনা । রশ্মিকার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে নবদম্পতিকে । তাদের প্রাণ ভরে আশীর্বাদও করলেন 'পুষ্পা'র নায়িকা ।
হায়দরাবাদে আয়োজিত সহকারী সাইয়ের বিয়েতে হজির রশ্মিকা মন্দনা । হলুদ রঙের শাড়ীতে সাদামাটা ভাবেই দেখা গিয়েছে নায়িকাকে । রশ্মিকার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে নবদম্পতিকে । তাদের প্রাণ ভরে আশীর্বাদও করলেন 'পুষ্পা'র নায়িকা ।