ড্রিম গার্লের সাফল্যের পর বড় পর্দায় আসছে ড্রিম গার্ল ২ । আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছে অনন্যা পান্ডে ।
ড্রিম গার্লের সাফল্যের পর বড় পর্দায় আসছে ড্রিম গার্ল ২ । আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছে অনন্যা পান্ডে । শনিবার ছবির প্রচারে দেখা যায় আয়ুষ্মান-অনন্যাকে । এই সিনেমায় দেখা যাবে পরেশ রাওয়াল, আন্নু কাপুর, বিজয় রাজ, রাজপাল যাদবকে । ড্রিম গার্ল ২ মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট ।