'অ্যানিম্যাল'-এর প্রচারে ইন্ডিয়ান আইডলের সেটে দেখা গেল রশ্মিকা মন্দনা ও রণবীর কাপুরকে। গোলাপি শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন রশ্মিকা।
'অ্যানিম্যাল'-এর প্রচারে ইন্ডিয়ান আইডলের সেটে দেখা গেল রশ্মিকা মন্দনা ও রণবীর কাপুরকে। গোলাপি শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন রশ্মিকা। তাঁকে দেখে অনুরাগীরা অভিভূত। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল'। এই ছবির সাফল্যের বিষয়ে আশাবাদী রশ্মিকা।