'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক যেমন শুরু হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক চলছে। গেরুয়া শিবির ছবিটির প্রচারের উদ্যোগ নিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি আবার ছবিটির বিরোধিতা করছে।
'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক ক্রমশঃ বাড়ছে। সমাজের বিভিন্ন অংশ থেকে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে। ছবিটি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। তবে সেন্সর বোর্ড ১০টি অংশ বাদ দিয়ে ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। এরই মধ্যে এই ছবি নিয়ে মুখ খুললেন 'দ্য কেরালা স্টোরি'-র পরিচালক সুদীপ্ত সেন। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছবিটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই একটি প্রশ্নের জবাবে পরিচালক বলেছেন, '৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে আইএসআইএস-এ যোগ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে কি না, সেটা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে কতজন মহিলাকে ধর্মান্তরিত করা হয়েছে, সেটা কি গুরুত্বপূর্ণ? আসল ঘটনা নিয়েই ছবিটি তৈরি হয়েছে।' জেএনইউ-এ এই অনুষ্ঠানে তাঁর করা মন্তব্য নিয়ে পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি সুদীপ্ত।
'দ্য কেরালা স্টোরি'-র ট্রেলার প্রকাশ্যে এসেছে। এই ট্রেলারে বলা হয়েছে, ‘কেরালার বিভিন্ন অংশের ৩ জন তরুণীর জীবনের সত্যি ঘটনা নিয়ে দ্য কেরালা স্টোরি ছবি তৈরি হয়েছে।’ এর আগে ২০২২-এর নভেম্বরে ছবিটির টিজার প্রকাশ্যে আসে। সেই টিজারে বলা হয়, কেরালার ৩২ হাজার মহিলার জীবনের হৃদয়বিদারক ঘটনা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এই সংখ্যাটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই দাবি, যতজন মহিলাকে ধর্মান্তিরত করা হয়েছে বলে ছবিটির নির্মাতাদের দাবি, সেই সংখ্যাটা ঠিক নয়। খোদ পরিচালকও জানিয়েছেন, তিনি এই সংখ্যা নিয়ে সন্দিহান।
শুক্রবার মুক্তি পাচ্ছে 'দ্য কেরালা স্টোরি'। ছবিটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক সংগঠন। আর্জিতে বলা হয়, ছবির নির্মাতাদের নির্দেশ দিতে হবে, ছবিটির শিরোনামের সঙ্গে জুড়ে দিতে হবে, 'এটি কাল্পনিক ঘটনা নিয়ে তৈরি ছবি'। তবে সুপ্রিম কোর্ট সেই আর্জিতে সাড়া দেয়নি। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়নি। আবেদনকারীদের হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের আইনজীবী জানিয়েছেন, কেরালা হাইকোর্টে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে। শুক্রবার শুনানি হবে। কেরালা হাইকোর্ট কী নির্দেশ দেয়, তার উপরেই ছবিটির ভবিষ্যৎ নির্ভর করছে। তবে সারা দেশে ছবিটির মুক্তি আটকানোর নির্দেশ দেওয়া হবে না শুধু কেরালাতেই নিষিদ্ধ করা হবে, সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন-
Alia Bhatt: ঐশ্বর্য বলে ডাকা হল আলিয়াকে, প্রতিশোধ নেওয়া হচ্ছে বলে দাবি সাধারণের
The Kerala Story: খারিজ হল স্থগিতাদেশ, দ্য কেরালা স্টোরি ছবি মুক্তি নিয়ে সুপ্রিম কোর্ট দিল রায়
কীভাবে আন্ডারগ্রাউন্ড-এর হিপ হপ হুল্লোড়ে মুক্তি পেল আবার বিবাহ অভিযানের গান 'সবই মায়া' দেখুন