লো নেক ক্রপ টপে উথলে উঠছে বিভাজিকা, ডুবন্ত সূর্যের আভায় শরীরী মোচড় জাহ্নবীর

মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী । বলিউডে  শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী (Janhvi Kapoor) । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে। ডুবন্ত সূর্যের আভায় লাস্যময়ী  শ্রী-কন্যাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। পরনে সাদা ক্রপ টপ, ডেনিম প্যান্ট পরেই রূপের ছটায় রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর।

Riya Das | Published : Feb 27, 2022 12:38 PM / Updated: Feb 27 2022, 12:39 PM IST
110
লো নেক ক্রপ টপে উথলে উঠছে বিভাজিকা, ডুবন্ত সূর্যের আভায় শরীরী মোচড় জাহ্নবীর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই শিরানামে থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। নেটিজেনরা অনেকেই বলেন মায়ের দেখানো পথকেই নাকি  অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor)। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় টিনসেল টাউনে প্রতিষ্ঠিত জাহ্নবী। 

210

অল্প কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নিজের গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। নিজের সোশ্যাল মিডিয়াতে ও প্রতিনিয়ত হট অবতারে ছবি শেয়ার করে  নেটিজেনদের নজরে থাকেন শ্রী কন্যা।

310


 ফ্ল্যাট অ্যাবস, সেক্সি ফিগারে ছক ভেঙে সাহসীকতার সীমা একাধিকবার পার করেছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি সাদা ব্রালেট পরে ছবি পোস্ট করেছেন জাহ্নবী, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। জাহ্নবীর হট লুকেই পাগল হয়েছেন ভক্তরা। 

410


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে। ডুবন্ত সূর্যের আভায় লাস্যময়ী  শ্রী-কন্যাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। পরনে সাদা ক্রপ টপ, ডেনিম প্যান্ট পরেই রূপের ছটায় রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর।

510


মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে (Janhvi Kapoor Hot Photos) ।  

610

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই শিরানামে থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর  (Janhvi Kapoor) । নেটদুনিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ জাহ্নবীকাপুর। প্রতিনিয়তই উষ্ণতার পারদ চড়িয়ে শিরোনামে থাকেন শ্রী কন্যা। 

710

বলিউডে বিতর্ক নতুন কোনও বিষয় নয়। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক  (Sukesh chandrashekhar) সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের একাধিক তারকারা (Janhvi Kapoor) । এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে জাহ্নবী কাপুরের। জাহ্নবীকে নিশানা করেছিলেন স্ত্রী অভিনেতা লীনা মারিয়া পল। জাহ্নবীকেও ১৮ লক্ষ টাকার উপহার দিয়েছিলেন সুকেশ।

810

ইডি-র তদন্তে নেমে জানতে পারে, লীনা জাহ্নবীকে তার পরিচয় দিয়েছিলেন একটি স্যাঁলোর মালকিন হিসেবে। (Sukesh chandrashekhar) সুকেশ ও লীনার পরিচয় না জেনেই স্যাঁলোর উদ্বোধন করেছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। জানা গিয়েছে, স্যাঁলোর উদ্বোধন করার জন্য জাহ্নবী ১৮ লক্ষ ৯৪ হাজার টাকা নিয়েছিলেন।
 

910

ফিটনেস নিয়েও যথেষ্ঠ সচেতন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেন বলি নায়িকা। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেন জাহ্নবী কাপুর। জিমের বাইরে প্রায়শই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Hot Photos) । কখনও পোশাকের কারণে আবার কখনও জিম আউটফিটে নজর কাড়েন জাহ্নবী কাপুর।
 

1010

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এই মুহূর্তে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor Hot Photos) ।  যার ফার্স্ট লুকও সম্প্রতি প্রকাশিত হয়েছে।  ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে। আপকামিং  ছবি 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুর।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos