সাদা ব্রালেটে যৌনতার উঁকি, দুধ সাদা বিছানায় সেক্সি পোজে বেডরুম সিক্রেট ফাঁস জাহ্নবীর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই শিরানামে থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। নেটিজেনরা অনেকেই বলেন মায়ের দেখানো পথকেই নাকি  অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor)। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় টিনসেল টাউনে প্রতিষ্ঠিত জাহ্নবী। অল্প কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নিজের গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। নিজের সোশ্যাল মিডিয়াতে ও প্রতিনিয়ত হট অবতারে ছবি শেয়ার করে  নেটিজেনদের নজরে থাকেন শ্রী কন্যা। ফ্ল্যাট অ্যাবস, সেক্সি ফিগারে ছক ভেঙে সাহসীকতার সীমা একাধিকবার পার করেছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি সাদা ব্রালেট পরে ছবি পোস্ট করেছেন জাহ্নবী, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। দুধ সাদা বিছানায় ব্রালেটে পরে ছবি পোস্ট করেছেন নানা ভঙ্গিমায়। জাহ্নবীর হট লুকেই পাগল হয়েছেন ভক্তরা। বেডরুম সিক্রেট ফাঁস হতেই জাহ্নবীকে (Janhvi Kapoor Bedroom Photos) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি-টাউনে। 

Riya Das | Published : Feb 18, 2022 6:07 AM IST
110
সাদা ব্রালেটে যৌনতার উঁকি, দুধ সাদা বিছানায় সেক্সি পোজে বেডরুম সিক্রেট ফাঁস জাহ্নবীর


মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে (Janhvi Kapoor Hot Photos) ।  

210

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই শিরানামে থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর  (Janhvi Kapoor) । নেটিজেনরা অনেকেই বলেন মায়ের দেখানো পথকেই নাকি  অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় টিনসেল টাউনে প্রতিষ্ঠিত জাহ্নবী। 

310

 নিজের গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। অল্প কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।নিজের সোশ্যাল মিডিয়াতে ও প্রতিনিয়ত হট অবতারে ছবি শেয়ার করে  নেটিজেনদের নজরে থাকেন শ্রী কন্যা (Janhvi Kapoor Hot Photos)  । ফ্ল্যাট অ্যাবস, সেক্সি ফিগারে ছক ভেঙে সাহসীকতার সীমা একাধিকবার পার করেছেন জাহ্নবী কাপুর।

410

 সম্প্রতি সাদা ব্রালেট পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন জাহ্নবী, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। দুধ সাদা বিছানায় ব্রালেটে পরে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। জাহ্নবীর হট লুকেই পাগল হয়েছেন ভক্তরা। ঝড়েরল গতিতে জাহ্নবীর ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় (Janhvi Kapoor Bedroom Photos) ।
 

510


নেটদুনিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ জাহ্নবীব কাপুর। প্রতিনিয়তই উষ্ণতার পারদ চড়িয়ে শিরোনামে থাকেন শ্রী কন্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেডরুম সিক্রেট ফাঁস করেছেন জাহ্নবী (Janhvi Kapoor Bedroom Photos) , তা  নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি-টাউনে। নিজের বেডরুমের একগুচ্ছ ছবি পোস্ট করেই ভক্তদের ঘায়েল করেছেন শ্রীদেবী কন্যা।
 

610

দুধ সাদা বিছানায়া শুয়ে একের পর এক সাহসী পোজ দিয়েছেন শ্রী কন্যা। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে কখনও আবার আনমনা হয়ে নিজেকে মেলে ধরেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Bedroom Photos) । সুপারহট প্রতিটি ছবিতেই শরীরী উষ্ণতায় নেশা ধরিয়েছেন জাহ্নবী কাপুর। তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

710


সাদা ব্রালেট পরেই বিছানায় শরীর এলিয়ে শুয়ে রয়েছেন জাহ্নবী কাপুর।  অগোছালো চুল, চোখে মোটা কাজল, ন্যুড শেডের লিপস্টিকে  লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Bedroom Photos)। বেডরুমের গোপন ছবি ফাঁস হতেই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ভক্তরা হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন।

810


মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী (Janhvi Kapoor Hot Photos) । মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী কাপুর ।
 

910

ফিটনেস নিয়েও যথেষ্ঠ সচেতন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেন বলি নায়িকা। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেন জাহ্নবী কাপুর। জিমের বাইরে প্রায়শই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Hot Photos) । কখনও পোশাকের কারণে আবার কখনও জিম আউটফিটে নজর কাড়েন জাহ্নবী কাপুর।

1010


ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এই মুহূর্তে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor Hot Photos) ।  যার ফার্স্ট লুকও সম্প্রতি প্রকাশিত হয়েছে।  ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে। আপকামিং  ছবি 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুর।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos