সেক্সি বডিকন স্যুটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, উরফির কিলার লুকে নেটপাড়ায় ঝড়

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। নেটপাড়ার হট সেনসেশনকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। প্রতিদিনই নিজের কিলার লুকে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। ফের নিজের শরীরী নেশায় নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হট লুকের ছবি পোস্ট করেছেন উরফি। যা দেখা মাত্রই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে। বলি তারকাদের মতোই ফ্যাশন গোল দিয়েই চলেছেন উরফি জাভেদ। এবার নীল রঙের সেক্সি বডিকন পোশাক, সঙ্গে হাই হিল বুট, খোলা চুলে নেটপাড়ায় আগুন জ্বালালেন উরফি জাভেদ। পোশাকের সঙ্গে ন্যুড লিপস্টিক এবং চোখের চাহনিতে ঘুম উড়েছে ভক্তদের। ঝড়ের গতিতে উরফির প্রতিটা ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : Apr 8, 2022 4:10 AM IST
110
সেক্সি বডিকন স্যুটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, উরফির কিলার লুকে নেটপাড়ায় ঝড়


বলিউডের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। এত অল্প সময়ের মধ্যে যে এভাবে ভাইরাল হওয়া যায় তা মনে হয় উরফির চেয়ে ও ভাল আর কেউ জানে না। অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই।
 

210

 বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি।

310


উরফির খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার উরফি জাভেদের। উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন।

410


উরফির খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার উরফি জাভেদের। উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন।

510


তার খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। অল্প কয়েকদিনের মধ্যেই ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। বেহায়াপনা, শরীর দেখিয়ে রাতারাতি দর বেড়ে গেছে উরফির। পাপারাৎজিরাও যেন মুখিয়ে থাকেন তাকে ঘিরে। 

610

 সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হট লুকের ছবি পোস্ট করেছেন উরফি। যা দেখা মাত্রই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে। বলি তারকাদের মতোই ফ্যাশন গোল দিয়েই চলেছেন উরফি জাভেদ।  তার ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হামেশাই যেন লেগেই রয়েছে। 

710

 নীল রঙের সেক্সি বডিকন সুইমস্যুট, সঙ্গে হাই হিল বুট, খোলা চুলে নেটপাড়ায় আগুন জ্বালালেন উরফি জাভেদ। পোশাকের সঙ্গে ন্যুড লিপস্টিক এবং চোখের চাহনিতে ঘুম উড়েছে ভক্তদের। ঝড়ের গতিতে উরফির প্রতিটা ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

810


বোল্ড অ্যান্ড সেক্সি অবতারে  উরফিকে দেখে ধেয়ে এসেছে একাধিক মন্তব্য। নেটিজেনদের একজন উরফিকে বলেছে, কখনও তো ভাল কিছু পোশাক পরো যাতে সুন্দর বলতে পারি। কেউ আবার উরফির সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছেন। 
 

910

  অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ।  প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে  তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের। অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টের জন্য সর্বদাই শিরোনামে থাকেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ।

1010

 

প্রথমসারির প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে,  বর্তমানে  ৪০ থেক ৫৫ লক্ষ টাকার সম্পত্তির মালিক উরফি জাভেদ। পুরোটাই তার নিজস্ব আয়। বর্তমানে সিনে দুনিয়া থেকে প্রচুর কাজের অফার পাচ্ছেন উরফি জাভেদ। তবে এখনই অভিনয়ের জন্য রাজি নন তিনি। ভালো চিত্রনাট্য পেলে তবে অভিনয় করবেন। এর আগেও নীল ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন উরফি জাভেদ।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos