নির্দিষ্ট বেতন নেই ফ্রিল্যান্সিংর কাজে। প্রতি মাসে আপনি যেমন কাজ করবেন, তেমন বেতন পাবেন। অন্যদিকে, সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিনও নেই। ফলে, স্থায়ী চাকরির মতো সমান চাপ নিতে হয়, কিন্তু সে অর্থে আয় হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি হয়তো সারা মাস সময় দিলেন। কিন্তু, আয় সে অর্থে হল না।