এই আসনেও লড়াইটা ত্রিমুখী। একদিকে আছেন গত দুইবারের বিজয়ী কংগ্রেস বিধায়ক নেপাল চন্দ্র মাহাতো। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের সুশান্ত মাহাতো এবং বিজেপির জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্ট্স ইউনিয়ন বা এজেএসইউ-এর আশুতোষ মাহাতো। ২০১৬ সালে, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি এই কেন্দ্রে ভোট পেয়েছিল যথাক্রমে ৪৭.১৬ শতাংশ, ৪২.৫৯ শতাংশ এবং ৫.৯৬ শতাংশ ভোট। গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কিন্তু, বাকি দুই পক্ষকে অনেকটাই পিছনে ফেলেছে বিজেপি। পুরুলিয়া লোকসভা আসনে জয়ী বিজেপির জ্যোতির্ময় মাহাতো ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন, আর দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র ২৪.১২ শতাংশ ভোট।