গোটা বিশ্বজুড়ে সংখ্যাটা এখনও পর্যন্ত মাত্র ২০০। এর মধ্যে ভারতে নথিবদ্ধ হয়েছে ৩০ টি। তাতেই, নতুন করোনাভাইরাসের নতুনতম রূপ 'ডেল্টা প্লাস' সংক্রমণ নিয়ে উদ্বীগ্ন বিশ্ব। বিশেষ করে ভারত। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকার, এই অত্যন্ত সংক্রামক বলে বিবেচিত করোনার নয়া রূপভেদটিকে 'উদ্বেগের রূপভেদ' (Varriant of Concern) বলে চিহ্নিত করেছে। মহারাষ্ট্র, কেরল ও মধ্যপ্রদেশকে এই সংক্রমণ নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই রূপভেদটিই ভারতে মহামারিটির তৃতীয় তরঙ্গের সূত্রপাত ঘটাতে পারে।