দুর্গাপুজোর আগে রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, পুজোর পর থেকে ফের তা বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে তা হাজারের কাছাকাছি পৌঁছে যায়। তবে কালীপুজোর পর রাজ্যে দৈনিক করোনার গ্রাফ অনেকটাই নিম্নমুখী ছিল। অবশ্য ভাইফোঁটার পর ফের দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে গিয়েছে। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া।