মহামারির বিশ্বে বেড়েছে অক্সিজেনের পরিমাণ। আর অন্যান্য বছরগুলির তুলনায় অনেকটাই কমেগেছে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ। তেমনই জানিয়েছেন রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তেনিও গুতেরেস। ইউনাইটেড ইন সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর করোনাভাইরাসের কারণে ৪-৭ শতাংশ হারে কার্ডন ডাই অক্সাইড বা সিও২ নিঃসরণ কমেছে বিশ্বে। সংক্রমণ রুখতে এপ্রিলের গোড়ার দিক থেকে লকডাউনের পথে হেঁটেছে বিশ্বের অধিকাংশ দেশ। আর ওই সময় কার্ডন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ ১৭ শতাংশ কমে গিয়েছিল। যা ছিল গত ২০০৬ সালের সমান। তবে জলবায়ুর পরিবর্তন অব্যাহত রয়েছে বলেও জানান হয়েছে রিপোর্ট। গ্রিনহাউস গ্যাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এখনই যদি গোটা বিশ্ব কার্বন ডাই অক্সাইড নির্গমন বন্ধ করে দেয় তাহলেও ১০০ বছরের বেশি তার প্রভাব থাকবে।