উপসর্গ বিহীন ও হালস উপসর্গযুক্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই নির্দেশিকায় আক্রান্ত হওয়ার পরেও যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের জন্য বিশেষ নিয়ম বিধির কথা বলা হয়েছে। সংশোধিত নির্দেশিকায় রেমডেসিভির, স্টেরয়েড ট্যাবলেট নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে শ্বাসকষ্ট বা অক্সিজেনের সমস্যা দেখা দিলে তৎক্ষণাত হাসপাতালে ভর্তি হওয়া জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়েই বাড়িতে থাকতে পারেন আক্রান্ত ব্যক্তি।