নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সিএসকের তারকার হট-সেক্সি বান্ধবী, চেনা আছে কী আপনার, দেখুন ছবি

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ইতিমদধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে সবকটি দল। গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্সআপ দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সুরাতে অনুশীলন করছে সিএসকে (CSK)। গতবার আইপিএলে (IPL) সেরা ব্যাটসম্যান হয়েছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। খেলার পাশাপাশি আইপিএল চলাকালীন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন (Persobal Life) নিয়েও জানার কৌতুহল কম নয়। সিএসকে তারকা রুতুরাজ গায়কোয়াড়ও শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনে এক অভিনেত্রীর (Actress) প্রেমে হাবুডুব খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একে অপরের ছবিতে লাইক, কমেন্ট, ইমোজি দিচ্ছেন। তাদের সম্পর্ক নিয়ে চলছে জোর গুঞ্জন। চলুন দেখা যাক কোন অভিনেত্রী মন কাড়ল সিএসকে তারকা তথা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)তরুণ তারকার।
 

Sudip Paul | undefined | Published : Mar 23, 2022 1:35 PM
110
নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সিএসকের তারকার হট-সেক্সি বান্ধবী, চেনা আছে কী আপনার, দেখুন ছবি

আইপিএল ভারতীয় ক্রিকেট দলকে অনেক ভালো খেলোয়াড় দিয়েছে। যার মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা সহ অনেকে। তাদের সঙ্গে আরেকটি নাম যুক্ত হয়েছে। তিনি হলেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০২০ আইপিএল থেকে সিএসকের হয়ে খেলছেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম কয়েকটি ম্যাচে রান না পেলেও, পরের দিক নিজের জাত চিনিয়েছেন ধোনির দলের নতুন তারকা ব্যাটসম্য়ান।

210

২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বে মরুদেশে দুরন্ত ফর্মে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম আইপি এল শতরান করেছিলেন সিএসকে তারকা। ২০২১ আইপিএলে অনবদ্য ব্য়াটিং করার পাশাপাশি প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরারের খেতাবও নিজের দখলে রেখেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই সুবাদেই ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন তিনি।
 

310

২৪ বছর বয়সী ডানহাতি ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের জন্ম ৩১ জানুয়ারি, ১৯৯৭ সালে মুম্বই, মহারাষ্ট্রে। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন এবং তার স্বপ্নও সত্যি হয়েছিল। পেশাগত জীবনের পাশাপাশি ঋতুরাজের ব্যক্তিগত জীবনও বেশ আকর্ষণীয়। ব্যক্তিগত জীবনে বিন্দাস বাঁচতে খুবই পছন্দ করেন ঋতুরাজ গায়কোয়াড়। ঘুরতে যেতে খুবই পছন্দ করেন। এবং স্টাইলিস্ট জামাকাপড় ও পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় সিএসকে তারকাকে। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং প্রতিদিন তার স্টাইলিশ ছবি শেয়ার করতে থাকেন।

410

মাঠের বাইরেও সিএসকের এই তরুণ ওপেনার খারাপ খেলেন না। এক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে শোনা যাচ্ছে।  মারাঠি অভিনেত্রী সায়লি সঞ্জীবের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি, এমনটাই শোনা যায়। সম্প্রতি, ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসলে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ও ক্রিকেটার -  একে অপরের ছবিতে নিয়মিত লাইক করেন, কমেন্টসে লাভ ইমোজি দেন।
 

510

আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল চলতি আইপিএল ২০২১-এর ভারতীয় পর্বের সময়ই। ঋতুরাজ সিএসকে-র জয়ের একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে নি সায়লি তাকে অভিনন্দন জানান। কমেন্ট সেকশনে গিয়ে লিখেছিলেন 'ওয়াহ ওয়াহ'। তারপর দিয়েছিলেন হার্ট ইমোজি।  যেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সকলেই উপভোগ করেন তাদের মিষ্টি প্রেম।
 

610

সায়লির মন্তব্যের জবাব দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড। হার্ট ইমোজি দিয়েছিলেন। অন্য আরেকটি মন্তব্যের নিচে লাভড-আইজ ইমোজি ছিল। এরপরই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। সংবাদপত্রে লেখা হয়েছিল, 'অভিনেত্রী সায়লি সঞ্জীব গায়কওয়াডকে 'ক্লিন বোল্ড করলেন'। ঋতুরাজ অবশ্য মারাঠি ভাষায় এর একটা দারুণ মজার প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেন, শুধু বোলাররাই তাঁকে ক্লিন বোল্ড করতে পারে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে তাদের প্রেম নিয়ে কেউ এখনও প্রকাশ্যে মুখ খোলননি।
 

710

সায়লি সঞ্জীবের বিষয়ে জানার জন্যও কৌতুহল কম নয় নেটিজেনদের ও রুতুরাজ গায়কোয়াড়ের ফ্যানেদের। নাসিকের এইচপিটি আর্টস অ্যান্ড আরওয়াইকে সায়েন্স কলেজ থেকে বিএ পলিটিক্সে স্নাতক পাশ করেছেন ৷ কলেজে সেরা অভিনেত্রীর খেতাজও তিনি পেয়েছেন। তারপরে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেল হিসেবেও কাজ করেছেন। যাতে বেশ নামডাকও হয়েছে তার। 
 

810

সায়লি সঞ্জীব টিভির অত্যন্ত জনপ্রিয় মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছিলেন ৷ সেখানেও প্রথম দশের মধ্যে অন্যতম প্রতিযোগি ছিলেন। মডেলিং-এ পা রাখার পরে সায়লি সঞ্জীব বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন। এছাড়াও তিনি আটপড়ি নাইটস, মন ফকিরা, এ বি অ্যান্ড সি ডি দ্য স্টোরি অফ দ্য স্টোরি অফ পথানির মত ছবিতে অভিনয় করেছেন ৷ মারাঠির কাহে দিয়া পরদেশ ছবিতে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন ৷ 
 

910

তাঁর অভিনয় করা চরিত্র গোরিকে মানুষ খুব পছন্দ করেছিলেন ৷ ছোট পর্দায় পারফেক্ট পতি, গুলমোহরের মত শো-তে সায়লি সঞ্জীব অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন ৷ সম্প্রতি তিনি শুভমঙ্গল নামক অনলাইন টিভি সিরিজে অভিনয় করেছেন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে থেকেন। প্রতিটি ছবিই কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুরন্ত ও দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ লাইক ও কমেন্টের বন্য়ায় ভেসে গিয়েছে।

1010

তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও, একে অপরের ছবিতে কমেন্ট, ইমোজি নিয়ে জল্পনা চললেও, তবে নিজেদের সম্পর্কের বিষয়ে এক তারা সরকারিভাবে শীলমোহর দেননি। কেউ স্বীকার করেননি।  তবে বর্তমানে আইপিএল ২০২২-এ অংশ নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এবার আইপিএলেও ব্য়াট হাতে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য রুতুরাজের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos