ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) ঘটে গিয়েছে বড়সড় রদবদল। টি২০ (T20)-র পর এবার একদিনের দলেরও অধিনায়ক (ODI Team Captain) করা হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। ফলে শুধু টেস্ট ক্রিকেটে (Test Cricket) নেতৃত্বের ব্যাটন রইল বিরাট কোহলির (Virat Kohli)হাতে। ওয়ান ডে দলের অধিনায়কত্ব বিরাট ছেড়েছেন না বিসসিআইয়ের (BCCI)তরফ থেকে তাকে সরানো হয়েছে তা নিয়ে রয়েছে জল্পনা। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক বিরাট যুগের অবসান ও রোহিত যুগের সূচনা। তবে আইসিসি ট্রফি (ICC Trophy) না জিতলেও, বিরাটের সাফল্যের পরিসংখ্যান কিন্তু ভারতের অন্যান্য অধিনায়কদের থেকে ভালো এই আবহে এক ঝলকে দেখে নেওয়া যাক সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যে ৫ ভারতীয় অধিনায়ক, এবার তাদের পরিসংখ্যান।