আলু টিকিয়া বানাতে পারেন। আলু (৩ থেকে ৪টে), লঙ্কা কুচি (১ কিংবা ২টি), গরম মশলা (পরিমাণ মতো), বিস্কুটের গুঁড়ো (হাফ কাপ), হলুদ গুঁড়ো (১ টেবিল চামচ), আদা বাটা (১ টেবিল চামচ), ধনেপাতা কুচি (১ আঁটি), চাট মশলা (পরিমাণ মতো)। এই কয়টি উপাদান দিয়ে খুব সহজে ও দ্রুত বানাতে পারেন আলু টিকিয়া।