কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গুজরাট থেকে অরুণাচল- বিশাল এই দেশ ভারত। এই দেশের মূল বিষয়ই হল বৈচিত্র্যের ঐক্য। এক এক রাজ্যর মানুষ যেমন একএক ধরনের হন, তেমনই তাঁদের পোশাক পরিচ্ছদও হয় আলাদ। তেমনই খাবারের ধরনও হয় আলাদা আলাদা। প্রত্যেক রাজ্যের রাজ্যেই কিছু বিশিষ্ট খাবার (Food) রয়েছে। এক রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে বেড়াতে যায় তখন তারা অবশ্যই সেই সব খাবারগুলি চেখে দেখেন। সেই পর্যটন প্রিয় ভোজন রসিকদের (Foodi) জন্যই বিশেষত এই প্রতিবেদন। কারণ অন্য শহরে বেড়াতে গেলে আপনি অবশ্যই চেখে দেখতে পারেন সেই শহরের সেরা স্ট্রিটফুড (Street Food) কোনটা। পথের খাবার- ফুচকা থেকে চাট- যা আট থেকে আশি সকলেই মন কেড়ে নেয়।