ব্যাঘ্র সংরক্ষণ কে কেন্দ্র করে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য পর্গি বছর ২৯ জুলাই পালিত হয় 'গ্লোবাল টাইগার ডে।' ভারতের জাতীয় পশু হলেও আজ বাঘের সংখ্যা দিন দিন কমছে, অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বিড়াল প্রজাতির এই বিশেষ প্রাণী টি। এবার বাঘ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তথ্যচিত্র তৈরি কড়ছেন বিশিষ্ট বাচিক শিল্পী কোরক বসু। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।