প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে ৪০ ছুঁয়েছে তাপমাত্রা। প্রচন্ড দাবদাহ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওভার জোগার। তাই বলে বাদ যাবে না কোনও কাজ। এই গরম সহ্য করেই চলছে অফিস কাছারি। আর এই গরমে বের হওয়া মানেই একের পর এক রোগ। ডায়রিয়া থেকে ডিহাইড্রেশনে ভুগছেন অনেকেই। আবার গরমে বারে বারে অনেকে স্নান করছেন। এর কারণে সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। আর রইল ১০টি ঘরোয়া উপকরণের হদিশ। নিয়মিত এগুলো ব্যবহারে মুক্তি পাবেন গরমের সর্দি-কাশির সমস্যা থেকে। জেনে নিন কী কী ব্যবহার করবেন।