হার্বাল টি সর্দি-কাশির মতো সমস্যা দূর করতে উপকারী। বাজারে একাধিক কোম্পানির হার্বাল টি পাওয়া যায়। দিনে ২ থেকে ৩ বার হার্বাল টি খান। এতে উপকার পাবেন। এতে মেথি, জিরে, ধনের মতো একাধিক উপাদান থাকে। এই সকল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ফলে শরীর সুস্থ থাকবে। তাই নিয়ম করে হার্বাল টি খান।