শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বৃদ্ধি করতে কিংবা ওজন কমাতে (Weight Loss) অনেকেই লেবু খান। সকালে উঠে গরম জলে লেবু দিয়ে লেবু মধুর জল, দুপুরে ভাতের পাতে লেবু (Lemon)। অনেকে আবার একাধিক বার পাতিলেবু দিয়ে তৈরি লেবু চা খান। জানেন কী, এই করতে গিয়ে অজান্তে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন। গবেষণায় দেখা গিয়েছে, নিত্যদিন যারা লেবু চা (Lemon Tea) খান, তারা নানা রকম রোগে ভোগেন। লেবু শরীরের জন্য উপকারী ঠিকই, কিন্তু লেবু চা মোটেও না। জেনে নিন এতে কী কী ক্ষতি হয়।