খেতে পারেন কাঁঠাল। এই ফল ভিটামিন এ, ভিটামিন সি, থাইমিন, রিবোফ্লেভিন, নিয়াসিন, ক্যালসিয়ামে, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ। এই ফলে একাধিক গুণ থাকে। গবেষণায় দেখা গিয়েছে যারা কাঁঠান খান, তাদের ডায়বেটিস থাকে নিয়ন্ত্রণে। ফলে, গরমের মরশুমে এই ফল খেতেই পারেন। এতে সুস্বাস্থ্যের অধিকারী হবেন।