আরও একটি ভাইরাস সংক্রমিত রোগ হল চিকেন পক্স। মূলত বসন্ত কালে হলেও গরমেও এই রোগে আক্রান্ত হন বহু মানুষ। জ্বর, চুলকানি, মাথা ব্যথা আর ত্বকে সংক্রমণ হয় এই রোগ শরীরে বাসা বাঁধলে। এই সময় শরীর ঠান্ডা রাখুন আর রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করবেন এমন খাবার খান, এতে রোগ থেকে মুক্তি পেতে পারেন।