প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। ইতিমধ্যে ৪০ ছুঁয়েছে তাপমাত্রা। প্রচন্ড দাবদাহ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওভার জোগার। তাই বলে বাড়ি থাকার জো নেই। যতই গরম হোক অফিস কাছারি যেতে হচ্ছে সকলকে। আর এই গরমে বের হওয়া মানেই একের পর এক রোগ। হিট স্ট্রোক থেকে ডিহাইড্রেসনে ভুগছেন অনেকেই। আজ রইল ৮টি রোগের খোঁজ। গরমে এই ১০টি রোগ থেকে সতর্ক থাকুন। রইল রোগের খোঁজ ও তার থেকে মুক্তির উপায়। জেনে নিন কী করলে এই গরমে রোগ মুক্ত থাকবেন।