এবার চট করে ছকে ফেলুন জিম তৈরির পরিকল্পনা। এই কয়টি সরঞ্জাম দিয়ে সাজাতে পারেন হোম জিম। এতে অর্থেরও সাশ্রয় হবে। একবার ব্যয়ে উপকার পাবেন। তবে, কোন সরঞ্জাম আপনার জন্য প্রয়োজন, তা জেনে নিন সরঞ্জাম কিনবেন। যারা ওজন কমাতে চান তাদের একরকম সরঞ্জাম প্রয়োজন, যারা মাসেল তৈরি করতে চান, তাদের প্রয়োজন আলাদা।