পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান। পটাশিয়াম সমৃদ্ধ খাবার লিভার ভালো রাখে। আলু, রাঙা আলু, বিট, পালং শাক, বেদানা, টমেটো ও মাশরুম খেতে পারেন রোজ। এছাড়াও, কুমড়ো, সোয়াবিন, ডাবের জল খেতে পারেন। এগুলো শরীর রাখবে সুস্থ। সুস্থ থাকবে লিভার। মুক্তি পেতে পারেন হেপাটাইটিস রোগ থেকে।