শীতকালে হরেক রকমের সব্জির মধ্যে ধনেপাতা ভীষণ উপকারি। তরকারি, ডাল, মুড়ি মাখা সমস্ত রান্নার মধ্যে ধনেপাতা দিলেই রান্নার গুণ নাকি কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই আবার রান্নার স্বাদ বাড়াতেও ধনেপাতাকে ব্যবহার করে থাকেন। কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতে উপকারী এই ধনেপাতা। স্বাদেও যেমন সুস্বাদু তেমনই প্রচুর গুণও রয়েছে ধনেপাতার। চিকিৎসকদের মতে প্রতিদিন ধনেপাতা খেলেই রোগ দূর হবে নিমেষে।