সকালের উত্তুরে হাওয়া জানান দিচ্ছে শীত (Winter) আসছে। এই মরশুমের পরিবর্তনের সময় নানা রকম সমস্যায় ভোগেন সকলে। গ্যাস, অম্বল, পেটের সমস্যা, কানে ব্যথা, সর্দি-কাশি থেকে ত্বক ও চুলের সমস্যা। লেগে রয়েছে পরের পর। এই মরশুমে একাধিক রোগেও আক্রান্ত হন অনেকে। হাঁপানির সমস্যা যেমন বাড়ে তেমনই প্রায়শই জ্বরে ভোগেন অনেকে। এই সব থেকে মুক্তি পেতে সবার আগে সাবধানতা অবলম্বন করুন। সঙ্গে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power)। এই শীতের মরশুমে কয়টি জিনিস মেনে চলুন। ঘরোয়া টোটকা মেনে চললে মুক্তি পেতে পারেন কঠিন রোগ থেকে।