পালিত হচ্ছে বিশ্ব অ্যালজাইমার দিবস। ধীরে ধীরে এই রোগ গোটা বিশ্বে ভয়াবহ ভাবে প্রসার লাভ করছে। এই রোগ প্রসঙ্গে সতর্ক করতে পালিত হচ্ছে বিশ্ব অ্যালজাইমার দিবস। ২১ সেপ্টেম্বর দিনটে বেছে নেওয়া হয়েছে এই বিশেষ দিন হিসেবে। ১৯০১ সালের প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালয়েজ অ্যালজাইমার রোগটি চিহ্নিত করেন। তাঁর নাম অনুসারে রোগটির নামকরণ করা হয় অ্যালজাইমার। একজন ৫৫ বছর বয়সী মহিলার মধ্যে এই রোগ চিহ্নিত করেছিলেন। ১৯০৬ সাল পর্যন্ত তাঁর চিকিৎসা করেন। তারপর যদিও অ্যালজাইমার আক্রান্ত মহিলার মৃত্যু হয়। এরপর একে একে এমন বহু কেস উদঘাটন হয়। তারপর এই রোগটি অ্যালজাইমার রোগ হিসেবে চিহ্নিত করা হয়।