বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ম্যালেরিয়া দিবস। প্রতি বছর ২৫ এপ্রিল দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয়। এই দিন শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় নানান জনকল্যান মূলক কর্মসূচী। ম্যালেরিয়া মুক্ত পৃথিবী গড়ে তোলা যে কতটা প্রয়োজন তা আরও একবার সাধারণকে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয় এই দিন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন এই রোগে। মশার কামড়ে প্রাণ হারাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সকলে। আর এর জন্য দায়ী আমরাই। নোংরা জায়গা ও আর্দ্র জায়গায় ম্যালেরিয়ার মশা জন্মায়। আর এই কঠিন সত্য জেনেও আমরা তা উপেক্ষা করে থাকি। ফলত, ক্ষতি হয় আমাদেরই। তাই নিজেদের স্বাস্থ্য ও প্রাণ রক্ষা করতে চাইলে সতর্ক হন।