বাতাসে ধুলোবালি বেড়ে গেলে বাড়তে থাকে হাঁপানির সমস্যা। গরমে এই সমস্যা অনেক প্রবল হয়। বাতাসে থাকা ধুলোবালি নাকে লাগলে হাঁসির সমস্যা দেখা দেয়। এই সমস্যা প্রবল আকার নিলে তার থেকে শ্বাসকষ্ট শুরু হতে পারে। নিঃশ্বাসে কষ্ট, কাশি, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ দেখা দেয় হাঁপানির বা অ্যাজমা হলে। এই সময় শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছায় না। এর ফলে নিঃশ্বাসের কষ্ট সহ শারীরিক সমস্যা বাড়তে থাকে। সঙ্গে অনেকের বুকে কফ জমে। হাঁপানি দেখা দিলে অনেক সময় বমি ভাব ও জ্বর হয়। সমস্য়া থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন ঘরোয়া টোটকা। বেশ কিছু উপকরণ আছে যা এই রোগ থেকে মুক্তি দিতে সক্ষম হবে।