ক্যান্সারের কারণ হতে পারে ধূমপান। মুখ, গলা, খাদ্যনালী, অগ্ন্যাশয়, পাকস্থলী, যকৃত ও মুত্রথলিতে ক্ষতি হতে পারে ধূমপানের জন্য। এই সকল স্থানের ক্যান্সার হতে পারে এই নেশা থেকে। এতে ৫৭টি মারাত্মক রাসায়নিক থাকে। যা শরীরের ক্ষতি করে। তাই সুস্থ থাকতে চাইলে ধূমপান তো করবেনই না তেমনই যারা ধূমপান করে তাদের সামনেও থাকবেন না।