যৌন নির্যাতন। বর্তমান সমাজ এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এখন অনেকবেশি সজাগ। এই নিয়ে প্রতিনিয়ত সচেতনতা গড়ে তোলা হচ্ছে। সজাগ করা হচ্ছে এই ধরনের অপরাধের শিকার হওয়া মানুষদের। আজ থেকে কয়েক দশক আগেও নারী নির্যাতনের কথা সর্বজন বিদিত হলেও তা সরকারিভাবে নথিবদ্ধ হওয়ার সংখ্যাটা ছিল অতি মাত্রায় কম। কিন্তু, এখন নারীর বিরুদ্ধে হিংসার খবর নথিবদ্ধ হওয়ার সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। যার ফলে, যে সব মহিলা গার্হস্থ্য নির্যাতন শিকার হয়েও দিনের পর দিন তা সহ্য করে যেতেন তার বিরুদ্ধে এখন আওয়াজ উঠছে। বহু ক্ষেত্রে এই ধরনের হিংসার শিকার হওয়ারাই নিজে অভিযোগ করছেন। যার ফলে স্বামী থেকে শুরু করে দাদা-ভাই বা বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধেও অনেক মহিলা হিংসার অভিযোগ সফলভাবে নথিবদ্ধ করাতে পারছেন। তবে, এমন সময় অনেক ঘটনাই ঘটছে যেখানে বহু নারী এই ধরনের হিংসার শিকার হয়ে নানা বিধৌ মানসিক যন্ত্রণা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সব মহিলাকে সাহাস জোগাতেই এখানে ১৫টি পরামর্শ দেওয়া হয়েছে, যা সত্যি সত্যি যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের কাছে সহায়ক হয়ে উঠবে।