একদিকে করোনার চতুর্থ ঢেউ, অন্য দিকে মাঙ্কি পক্স। এরই মাঝে নতুন উদ্বেগ বাড়াচ্ছে টমেটো ফ্লু। কেরল, ওডিষা সহ বিভিন্ন রাজ্যে এই রোগে আক্রান্ত হচ্ছে একের পর এক শিশু। তামিলনাড়ু, কর্ণাটক ও তেলেঙ্গানাতেও মিলেছে এই ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, মূলত পাঁচ বছরের কম বয়সি শিশুরা আক্রান্ত হচ্ছে টমেটো ফ্লু-তে। জ্বর, গায়ে হাত-পা ব্যথা, ত্বকের সংক্রমণের মতো একাধিক উপসর্গ দেখা যাচ্ছে এই রোগে। এই ভাইরাস শিশুর শরীরে একবার থাবা বসালে তা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হন। কয়টি উপসর্গ দেখা দিতে তৎক্ষণাত চিকিৎসকের পরামর্শ নিন। জেনে নিন কী কী। সঠিক সময় চিকিৎসা শুরু হলে নিমেষে তা নির্মূল হবে।