বাচ্চার উচ্চতা নিয়ে সব মা-বাবারাই চিন্তায় ভোগেন। বাচ্চার সঠিক বৃদ্ধি হোক তা সকলেরই কাম্য। তা না হলে সে সব কিছু থেকে পিছিয়ে পড়বে। এই কারণে বাচ্চাকে নানা রকম এক্সারসাইজে ভর্তি করে থাকেন অনেকে। কখনও সাঁতার, কখনও হ্যাংগিং এক্সারসাইজ। তবে, শুধু শারীরিক পরিশ্রমে উচ্চতা বৃদ্ধি হয় না। হরমনের কারণে বাড়ে উচ্চতা। আজ রইল বিশেষ কয়টি টোটকা। বাচ্চার উচ্চতা বৃদ্ধি করতে চাইলে অবশ্যই মেনে চলুন এই বিশেষ টোটকা। নজর দিন এই কয়টি বিষয়ের ওপর। তাহলে বাচ্চার উচ্চতা যেমন বাড়বে তেমনই বুদ্ধির বিকারও ঘটবে। জেনে নিন কোন কোন বিষয় নজর রাখবেন। কী কী করলে বাচ্চার উচ্চতা বাড়তে পারে।