সকালে ঘুম থেকে উঠেই টয়লেটে যেতেই হয়। কিন্তু, অনেকেই টয়লেটে খালি হাতে যাওয়া একেবারেই পছন্দ করেন না। সেখানেও তাঁদের মোবাইলের প্রয়োজন পড়ে। বিশেষ করে যাঁরা কোমড ব্যবহার করেন। মোবাইলের পাশাপাশি অনেকে সংবাদপত্রও নিয়ে যান সেখানে। এর ফলে টয়লেটকে সঠিকভাবে গুরুত্ব না দিয়ে অনেকের মন চলে যায় পেপার বা মোবাইলের দিকে। যার কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় সেখানে কাটান তাঁরা। আর এই অভ্যাস অর্শর মতো রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।