সকাল হয় ভোর ৫টার মধ্যে। তারপর সারাদিনের ব্যস্ত শিডিউল। সকালে উঠে ৩০ থেকে ৪০ মিনিট এক্সারসাইজ। তারপর সংসার সামলে অফিস যাওয়া। ফিরেও তেমন কাজ সেড়ে তবেই সুযোগ পান বিশ্রামের। সুস্থ থাকতে যতই ব্যস্ত থাকুন, রোজ নিয়ম করে এক্সাসাইজ ঠিক করেন। কিছু না হলে, অন্তত ৩০ মিনিট হাঁটেন। তবে, এই সব করতে গিয়ে নিজের দিকে সঠিক খেয়াল দিচ্ছেন তো? রোজ সময় ধরে এক্সারসাইজ নয় করলেন, কিন্তু তার পর সঠিক খাবার খাচ্ছেন কি না ভেবে দেখেন?